আবার আগরতলা শিলচর সংস্কৃতি উৎসবে একাত্ম হয়ে গেল
আবারাও আগরতলা শিলচর একাত্ম হয়ে গেল সংস্কৃতি উৎসবে
নয়া ঠাহর
শিলচর: গণপ্রজাতন্ত্রী ভারতের সুমহান ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আবারও আগরতলা শিলচর একাত্ম হয়ে গেল । গত সতের আগস্ট আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কৃষ্টি বন্ধন আয়োজিত এই দেশাত্মবোধক সংস্কৃতি উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সচিব প্রধান শ্রদ্ধেয় সাধন পুরকায়স্থ । শিলচরের উনিশে মে উদযাপন কমিটির কাযকরী সভাপতি শ্রদ্ধেয়া স্বর্ণালি চৌধুরীও ছিলেন এই সাংস্কৃতিক সমারোহের সম্মানিত অতিথি । কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থতা বোধ করায় আগরতলায় যেতে পারেন নি । অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতিতে সম্মাননা স্মারক গ্রহন করেছেন সাধন পুরকায়স্থ মহোদয় । অন্যদিকে শিলচরবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ড, দেবব্রত দেবরায় মহোদয়ের হাতে উত্তরীয় এবং সম্মাননা স্মারক তুলে দেন সাধন পুরকায়স্থ । স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত সাত দিনব্যাপী নানা রকম শিক্ষামূলক, সমাজসেবা মূলক আয়োজন করেছিল কৃষ্টি বন্ধন । গতকাল ছিল সমাপনী অনুষ্ঠান । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, আইন সচিব বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি শেলী সেনগুপ্ত, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির রেজিস্ট্রার সুকুমার দত্ত, কোলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্যামলী রায় এবং সংগ্রামিকা মজুমদার ।
কোন মন্তব্য নেই