Header Ads

বঙ্গের সব বোর্ডে. বাংলা ভাষা বাধ্যতামূলক হচ্ছে :আমরা বাঙালি


 নয়া ঠাহর 

'আমরা বাঙালী' সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গের সব বোর্ডের শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষার পঠনপাঠন বাধ্যতামূলক করা হলো বলে দাবী করছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুব সচিব তপোময় বিশ্বাস। গত ৭ই অগাস্ট ২০২৩ পশ্চিমবঙ্গের মন্ত্রী সভায় বাঙলার সমস্ত বিদ্যালয়ে, ইংরেজী মাধ্যম বিদ্যালয়েও বাংলা ভাষা বাধ্যতামূলক ভাবে পড়ানোর প্রস্তাব মন্ত্রীসভায় গৃহীত হয়। দীর্ঘ বছর যাবৎ 'আমরা বাঙালী' দলকে বাঙলার সমস্ত বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো আবশ্যিকতার দাবীতে লড়াই করতে দেখা গেছে। সরকার তাদের দাবী মেনে নেওয়াতে খুশি সংগঠনের কর্মী-সমর্থকরা। কলকাতা থেকে পাঠানো এক বিবৃতিতে তপোময় বিশ্বাস বলেন- স্বাধীনতা পরবর্তী সময়ে যা হওয়া দরকার ছিল, তা হতে ৭৬ টা বছর সময় নিল। আমরা দীর্ঘদিন ধরে পূর্বতন বামফ্রন্ট ও বর্তমান তৃণমূল কংগ্রেসের আমলেও তীব্র গণআন্দোলন চালিয়ে গেছি। গত মার্চের শেষেও আমরা পুলিশের চরম বাঁধা পেরিয়ে বিকাশ ভবনে গিয়ে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলকের দাবীতে স্মারকলিপি প্রদান ও আন্দোলন সংগঠিত করেছিলাম। গুজরাট, মহারাষ্ট্র সহ অধিকাংশ রাজ্যের শিক্ষাব্যবস্থায় সেই রাজ্যের প্রধান আঞ্চলিক ভাষা তথা সেই রাজ্যের বাসিন্দাদের মাতৃভাষার পঠনপাঠন বাধ্যতামূলক হওয়ার পরেও পশ্চিমবাঙলার সব বিদ্যালয়ে  বাংলা ভাষার পঠনপাঠন বাধ্যতামূলক নয় কেন? অবিলম্বে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে, এতে করে বাংলা ভাষা সম্পর্কে যে হীনমন্যতাবোধ অর্থাৎ নীচু মনোভাব সহ বিভিন্ন অপপ্রচার বন্ধ হবে। বাঙলার কেন্দ্রীয় ও ইংরেজী মাধ্যম বিদ্যালয়গুলিতে বাঙালী শিক্ষকের সংখ্যা বাড়তে শুরু করবে, বাঙালী ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ হবে- এই যুক্তিতেই বাঙলার সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলকের দাবীতে আন্দোলন সংগঠিত করেছিলাম। সরকার সেই দাবী মেনে নিয়েছে।একমাত্র দার্জিলিং জেলার পাহাড়ে বাধ্যতামূলক হয়নি কেন? দার্জিলিং বাঙলার ভূমি, সেখানে বিদেশী গোর্খা যারা ক্রমাগত বাঙলা ভাগ চাইছে, তাদের জন্য নেপালী ভাষার সুযোগ করে দিয়ে তোষামোদ করা হচ্ছে কার স্বার্থে? অবিলম্বে দার্জিলিং পাহাড়ের সমস্ত বিদ্যালয়ে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে নচেৎ আমাদের সংগ্রাম চলবে।ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে। এই জয় বাঙলার, এই জয় বাঙালীর জয়। 
              নিবেদক--
       গোপাল রায়চৌধুরী
কেন্দ্রীয় প্রচার সচিব, আমরা বাঙালী। 
২নং বল্লভ স্ট্রিট, কলকাতা-০৪

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.