Header Ads

কলকাতা যাদব পুর বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র খুন কলকাতা বুদ্ধিজীবী রা প্রতিবাদ হীন

নয়া ঠাহর,  কলকাতা: কলকাতার  যাদব পুর  বিশ্ববিদ্যালয়ের  মেধাবী ছাত্র   স্বপ্ন দ্বীপ. কে  মারধরের  পর উলঙ্গ  করে  হোস্টেলে  ছাদ  থেকে স্বপ্ন দ্বীপ  দিয়ে  হত্যা  করার  পরেও  কলকাতা  তে  মোমবাতি  মিছিল    দেখা যায় না।এই নামী  বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রের  narkotik সেল  নিয়মিত  তদন্ত  করতে আসে। এই  বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে  প্রাক্তন   ছাত্রদের  থাকার  অধিকার  দেওয়া হয়। raging বিরোধী  কমিটি  র সুপারিশ মানা হয় না। raging নামে নতুন  ভর্তি  হওয়া  ছাত্রদের  উলঙ্গ  করে    হাঁটার  ব্যবস্থা  করা হয়। স্বপ্ন দ্বীপ  kunda কে  উলঙ্গ করে  রক্তাক্ত  অবস্থায়  অনেকক্ষণ  পরে ছিল  পুলিশ আসেনি।বাংলা ভাষা কে   ভালবেসে   বাংলা  স্নাতকোত্তর  এ ভর্তি  হয়েছিলেন  স্বপ্ন দ্বীপ।মুখ্যমন্ত্রী  নয়      বিশ্ববিদ্যালয়ের acharjee রাজ্যপাল   আনন্দ প্রথম থেকে  সক্রিয়   ছাত্রের  বাবার সঙ্গে  কথা বলেছেন। এই  বিশ্ববিদ্যালয়ের 
দেশ জুড়ে নাকি  নাম আছে  তারপরেও এই  raging এর নামে  ছাত্র হত্যা  লজ্জা   নিবারণ এর  ঠাঁই নেই।বাংলার  পঞ্চায়েত নির্বাচনে হিংসা  বোমাবাজি  অশান্তি র প্রতিবাদ  করেননি  বুদ্ধি জীবি রা  তারা  কি মোমবাতি মিছিল  bar করবে  ? সারা দেশে পঞ্চায়েত  নির্বাচন দেখেছে  আজও   শান্তি এলো না.।আজও বোমাবাজি   হত্যাকান্ড  ঘটেছে। পঞ্চায়েত  গঠন  করে   সরকারি   তহবিল  শুরু হবে. ।গ্রামের  উন্নয়ন  করার জন্যে  বোর্ড  গঠন  করবে আর  টাকা  লুটে  নেবে। হস্টেল  থেকে  শেষ কথা  বলছিলেন   স্বপ্ন দ্বীপ , বলেছেন,  মা আমাকে ফিরিয়ে নিয়ে যাও  ওরা আমাকে  বাঁচতে দেবেনা। অনেক গোপন কথা বলার আছে ।তারপরেই  মৃত্যু  সংবাদ  দেওয়া হয়।একজন কে  গ্রেফতার করা  তথাকথিত  বামপন্থী   নেতা  তৃণমূল  নেতা রা  আদর্শ বুলি দিয়ে  ঘটনা কে ধামাচাপা  দেবে.,এর নাম বেঙ্গল  অপরাধীদের  স্বর্গ রাজ্য।  
যাদব পুর  বিশ্ববিদ্যালয়ের  ক্যাম্পাস  এলাকায়  আঁধার নামলে  মাদক   নেশা   যুবক  যুবতী দের  নোংরা  খেলা  শুরু হয়   বলে ছাত্র  ছাত্রীরা  অভিযোগ  করেছে।  সব  সি সি  ক্যামেরা  অপরাধী রা  ভেঙে ফেলেছে স্বপ্ন দ্বীপ  কে  কে উলঙ্গ করে  বাড়ির উপর তোলা থেকে ফেলে দিয়েছে  তা জানা যেতো। এই বিশ্ববিদ্যালয়ের  ছাত্ররা  নেতাজী  নাম নেই না, কাল মার্কস   angels   নিয়ে  বেশি  চর্চা  হয়.   Mou সে  tung keকে নিয়ে।  আলোচনা  হয়।নেতাজি  ,বিবেকানন্দ  , রামকৃষ্ণ  অরবিন্দ, সেখানে গুরুত্ব  নেই। ভারতকে   পাত্তা দেই না গিয়েও। সৌরভ  চৌধুরী  নামে  এক প্রাক্তন  ছাত্রকে  গ্রেফতার  করা  হয়েছে  সে হস্টেল   থেকে মেস কমিটির  সদস্য। হয়েছিলেন।মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  ঘটনার উপযুক্ত  তদন্ত  ঘোষণা  করেছেন।এদিকে  প্রধানমন্ত্রী   গতকাল বঙ্গের  পঞ্চায়েত  নির্বাচনে  ভোট লুট ,   ভোটের বাক্স  পুকুরে  ফেলা  ,জিতেছে  তারপরেও  বিজেপি  প্রার্থীদের vঅপহরণের   ঘটনা,  বোমাবাজি  নিয়ে  তীব্র  আক্রমণ করেন।মুখ্যমন্ত্রী  ও তার   উপযুক্ত জবাব দেন।  পশ্চিমবঙ্গ র প্রতিভাবানেরা  আজ ডুবে  যাচ্ছে, বিহার  জাগছে। 











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.