বরাক এর দুটি বিধানসভা কেন্দ্র বাতিল করার বিরুদ্ধে নাগরিক অধিকার রক্ষা কমিটি স প্রতিবাদে ুপ্রীম কোর্টের দ্বারস্থ হবে
নয়া ঠাহর শিলচর
আজ নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, আসাম এর পরিচালন সমিতির পক্ষ থেকে শিলচরের ট্রাঙ্ক রোডস্থিত সি টি ভি ও এ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করে আগামী ৪ সেপ্টেম্বর সোমবার গোটা বরাক উপত্যকায় অসাংবিধানিক, বেআইনি ও বিভাজনবাদী মানসিকতা নিয়ে তৈরি করা ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারির বিরুদ্ধে কালো দিবস পালন করতে বিভিন্ন সংগঠন ও নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন বরাক উপত্যকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ধারাবাহিক ষড়যন্ত্রের ফলই গত ১১ আগষ্ট ভারতের নিৰ্বাচন কমিশন চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির মাধ্যমে প্রকাশ করে। নিরপেক্ষ সংস্থা হিসেবে বিবেচিত নির্বাচন কমিশনের এই ভূমিকা সচেতন নাগরিকদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। সংগঠনের কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্হ বলেন বরাক উপত্যকার জনগণ সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের এই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি যে মেনে নেননি তা তুলে ধরতেই কালো দিবস পালন করা হবে। সেদিন তিনি জনসাধারণকে কালো ব্যাজ পরিধান করে, কালো পতাকা টাঙ্গিয়ে, কালো কাপড় পরিধান করে ও সামাজিক মাধ্যমের নিজেদের স্ট্যাটাস কালো করে দিয়ে কালো দিবস পালন করতে আহবান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য বলেন গণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে সংগঠনের পক্ষ থেকে একটি দল দিল্লি যাচ্ছে। বরাক উপত্যকার দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কমিয়ে দেওয়ার অর্থই হচ্ছে প্ৰতিনিধিত্ব করার সাংবিধানিক অধিকার কমিয়ে দেওয়া ও উন্নয়নে সরাসরি বাধার সৃষ্টি করা। আসাম সরকারের বরাক বিরোধী ষড়যন্ত্রের ফলে আজ সাংবিধানিক অধিকার হারাতে চলেছে বরাক উপত্যকার জনগণ। ফলে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে। সংগঠনের সহ সভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন বরাক উপত্যকার জনগণ যে বিভাজনবাদী মানসিকতা নিয়ে তৈরি করা ডিলিমিটেশনের খসড়া মেনে নেননি তা বনধ পালনের মাধ্যমে বুঝিয়ে দদিয়েছিলেন। খসড়া প্রকাশের পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হলেও নির্বাচন কমিশন কর্ণপাত করেনি। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই জনগণের স্বার্থে লড়াই চালিয়ে যাওয়া হবে। প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূঁইয়া বলেন উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তকে বাস্তবায়িত করতেই আসাম সরকারের নিৰ্দেশে নির্বাচন কমিশন সম্পূর্ণ একতরফাভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তা বরাক উপত্যকার জনগণের রাজনৈতিক ক্ষমতা খর্ব করেছে। তা কোনো অবস্থায় মেনে নেয়া হবে না। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নিরঞ্জন দত্ত, সম্পাদক মধুসূদন কর, সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, ফোরাম ফর সোশ্যাল হারমনি'র অরিন্দম দেব, প্রদীপ নাথ, ইয়াসি'র সভাপতি সঞ্জীব রায়, প্রস্তাবিত ডিলিমিটেশন বিরোধী মঞ্চের আশু পাল, হিউম্যানিটি ফাউন্ডেশন এর সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, সি পি আই এর জেলা সম্পাদক লোকনাথ দেবরায়, নিতীশ দে, ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা কমিটির সহ-সভাপতি সীমান্ত ভট্টাচার্য, অরুন দে, চাম্পালাল দাস প্রমুখ।
সংবাদদাতা
বিজিত কুমার সিংহ
কোন মন্তব্য নেই