চাঁদ মামার বুকে গোপন রহস্য ভাণ্ডার ভারতকে উজ্জীবিত করেছে
অমল গুপ্ত ,গুয়াহাটি । চাঁদের বুকে ভারতের চন্দ্র যান থ্রি ভারতের 140,কোটি মানুষকে উৎফুল্লিত উজ্জীবিত করেছে। চাঁদের অজানা মাটির তলে হিলিয়াম গ্যাস অফুরন্ত জল ভান্ডার ভারতকে আর্থিক ভাবে উন্নতির শিখরে নিয়ে যাবে। এই অভিযানের সঙ্গে অসম ,বঙ্গের বিরাট সংখ্যক যুব বিজ্ঞানী জড়িত। ভারত মহাকাশ সংস্থার চেয়ারম্যান সারাভাই বিক্রম কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে রবীন্দ্র নাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে এক সুপারিশ পত্র পাঠিয়েছিলেন। কলকাতা থেকে নিউজ ম্যানিয়ার সম্পাদক বর্ণালী বিশ্বাস সেই ঐতিহাসিক সুরারিশ পত্রে Xerox copy পাঠিয়েছেন। চাঁদে আগে মানুষের পদ চিন্হ পড়েছে দক্ষিণ মেরু প্রদেশে দুর্গম এলাকায় কেউ যেতে পারেনি। ভারতের যন্ত্র মানব প্রজ্ঞান। 14দিন বাদ চাঁদের পাহাড়ের ভূগর্ভের বিশাল খনিজ ভান্ডার এর হদিস দেবে। মুলাবান হিলিয়াম গ্যাসের সামান্য পেলে ভারতের বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে। সেখানকার জলের প্রকারভেদ আছে।সেই খনিজ জলকে জ্বালানি তেলে রূপান্তরিত করা যাবে বলে আকাশ বিজ্ঞানীদের দাবি ম্যাগনেসিয়াম,সিলিকন,।আরো বহু ধরনের খনিজ সাম গ্রি আছে।তাই আমেরিকা চিন বারবার অভিযান চালাচ্ছে।এবার রাশিয়া চন্দ্র যান লুনা ব্যর্থ হল। পুরো ধুলো ভেঙে প্রজ্ঞান ছয় পায়ে চাকা দিয়ে হাঁটা শুরু করেছে। ইসরো ইউ টিউব এর মাধ্যমে সারা বিশ্বের 8কোটি মানুষ সরাসরি চন্দ্র অভিযান দেখে বিশ্বে রেকর্ড গড়েছে। আজ পর্যন্ত দেশে বিদেশের মিডিয়া অনবরত ভারতের চন্দ্র যান সফল অভিযান দেখিয়ে চলেছে।আফ্রিকা থেকে ফিরে প্রধান মন্ত্রী ইসরোর চেয়ারম্যান শ্রীধর পানিকর সোমনাথ ও সফল বিজ্ঞানীদের সম্বর্ধনা দেবেন ।বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন ,মুঠোয় চাঁদ এ দেশকে হেলাফেলার স্পর্ধা কার!
কোন মন্তব্য নেই