Header Ads

স্বাধীনতার তুমি. কার

 


স্বাধীনতা

আজ হর ঘর ত্রিরঙ্গা,
আমার রক্তে তোমাদের স্বাধীনতা।
অনুসন্ধান সমিতি গড়লাম,
বোমা পিস্তলে কাবু বিলাতি বনিয়া।
রণাগণে আজ ও নিখোঁজ সুভাষ,
উচিত শিক্ষা দিয়ে তৈরি,
জাতির রক্ত রঞ্জিত স্বাধীনতা ।
বিনয় বাদল দিনেশ,
লাল ব্যাল পাল
আজ আস্তাবলের ঘোড়া!
তুমিই আমার সোনার দেশ
স্বাধীনতা তুমি কার?
বিশ্বাসঘাতকরা লিখেছে নয়া ইতিহাস !
ঐক্যবদ্ধ স্বাধীনতার লড়াই আজ
ধূসর মলিন।
আজ স্বাধীনতার পরিচয়,
তুমি গুজরাটি আমি উত্তর প্রদেশের যোগী।
নির্জন শহীদ দ্বীপে বাঙালি জাতির জ্বলন্ত ইতিহাস ।
তবু এন র সির দলিলে আজও
পণবন্দি বাঙালির বলিদান।
তুমি স্বাধীনতা কার
১০০০কোটির তছরুপে নির্দোষ প্রমাণিত আজ স্বাধীনতা।
স্বাধীনতা তুমি আস্তাবলের ঘোড়া!
স্বাধীনতা তুমি কার?
দেশের মাটিতে দখলদার বাহিনী।
স্বাধীনতার ৭৭ সিবিআই, ইডি
লড়ছে স্বাধীন দেশে নিজেদের মধ্যে দুর্নীতির মামলায় ।
আজ রক্ত রঞ্জিত স্বাধীনতা
তুমি বিপন্ন,
নির্বাচিত সরকার দলগুলো   লিখেছে তাদের উপনিবেশিক স্লোগান।
স্বাধীনতা তুমি গোলাম আযমের দেশে পণবন্দি
বিশাল ত্রিরঙায় বুঝায় না তুমি দেশ প্রেমিক।
গান্ধী মণ্ডপে বাতাসে ভাসছে
আমার গর্বিত স্বাধীনতা।
আমার আপন দেশের মাটিতে
যতই হোক বিভেদ লড়াই আজ
রক্তে ভেজা পথে দেশবাসির স্বাধীনতা।
ছিনেছে আমার ইতিহাস,
ভাষা নিষ্পেষণ , দমন নিপীড়ন।
ভুলে যাও তুমি বাঙালি একি স্বাধীনতা!
বাংলা আজ বঙ্গাল
অমৃত কালে উপেক্ষিত শহীদের মর্যাদা ।
ক্ষমতা লোভীদের স্বাধীনতা টাকায় ভাড়া করা সম্মান ।
দলের এজেন্ডায় আজ নির্যাতন বিরোধী দিবস।
ডিটেনশন কাম্পে অঘোরে ঘুমাচ্ছে
আমার গর্বিত স্বাধীনতা।
হাতি পদ্ম ট্রাক্টরের সরকার
বাঙালির ঘরে বিদেশি নোটিশ।
একি পরিহাস নয়া ইতিহাস।
হিতাধিকারি  লিস্টে গড়ছে সরকার।
ভোগ বিলাস লালসা আমাদের নয়া ইতিহাস।
দেশের মাটিতে দখলদার হুশিয়ার হুশিয়ার।
স্বাধীনতা তুমি আজ আস্তাবলের ঘোড়া।
৭.৩৮সকাল
সুদীপ শর্মা চৌধুরী।
গুয়াহাটি, অসম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.