নওগাঁ তে হত্যার অপরাধে একজনকে যাবজ্জীবন জেল
হত্যার অপরাধে দোষী সাব্যস্ত একজন কে যাবত জীবন সশ্রম কারাদণ্ড।
নগাঁও জেলা ও সত্র ন্যায়ধীশের আদালতে রায়দান।
সুনীল রায় নগাঁও ৩০ আগষ্ট :- নগাঁও জেলা ও সত্র ন্যায়ধীশ রক্তিম দুযরার আদালতে আজ সেসন কেস নম্বর ৩৫০/২০১৩ মর্মে ভারতীয় দন্ডবিধির ৩০২ধারার অধীনে এক রায়দান যোগে আসামী ইজ্জত আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানা করে। দশহাজার টাকা অনাদায়ে অতিরিক্ত ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।কেসটির সরকারী অধিবক্তা বীভা ফুকনে জানতে দেওয়া মতে গত ২০১১সনের ছয় অক্টেবর দিনে নগাঁও জেলার ধিং পুলিশ থানার অন্তর্গত লহকর গাঁত্তের মনোযারা বেগম নামের মহিলা জনকে গাঁওটির ইজ্জত আলী, রজব আলী, নুর ইসলাম এবং হাবিজা খাতুনের বিরুদ্ধে ধিংপুলিশ থানাতে একটি এজাহার দাখিল করেছিল।এজাহারটিতে অভিযোগকারী মহিলা জনে উল্লেখ করেছিল যে,ঘরুযা ঝগরার পরিণতিতে ইজ্জত আলীয়ে আন্য অভিযুক্ত সকলের প্ররোচনাতে মনোয়ারার স্বামী খুরচেদ আলীকে হাতুর এবং (কাঠচিরা লোহার সামগ্ৰীদিয়ে)আক্রমণ করে গুরুত্বর ভাবে আহত করে।পরে তাকে সংকট জনক অবস্থাতে চিকিৎসালয়ে নেওয়া হয় যদিও সেখানে মৃত্যু হয়। মহিলা জনের এজাহারের ভিত্তিতে ধিং পুলিশ থানাতে ভারতীয় দন্ডবিধির ৩০২/৩৪ধারার অধীনে২০১৬/২০১১নম্বরের একটি কেস পঞ্জীয়ন করে অভিযুক্ত সকলকে গ্ৰেপ্তার করে জেলে প্রেরন করে।পরবর্তী সময়ে কেসটির তদন্ত কারী বিষয়া মানবেন্দ্র দাসে আদালতে অভিযোগনামা দাখিল করে।সুদীর্ঘ দিন ধরে আদালতে কেসটি বিচার প্রক্রিয়া চালানোর অন্ততে আদালতে দুই পক্ষের উকিলের যুক্তি শুনে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ইজ্জত আলীকে জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড দেয়।আন্যদিকে আন্য অভিযুক্ত সকলকে তথ্য প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়।
কোন মন্তব্য নেই