Header Ads

রাহুল গান্ধী লোকসভায় ফিরলো

নয়া ঠাহর ,গুয়াহাটি:প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুরাত আদালত রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ দুবছরের জন্যে খারিজ করেছিলেন আজ লোকসভা তা ফিরিয়ে দেয়। কেরলের  সাংসদ রাহুল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবেন।আজ   দিল্লিতে কংগ্রেস শিবিরে খুশির হাওয়া বয়ে যায়।কংগ্রেস সভাপতি খারগে। অধীর চৌধরী সঙ্গে তৃণমূল ও অন্যানুদের নিজে হাতে মিঠাই  খাওয়ান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.