কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা দায়ী পুলিশ
নয়া ঠাহর kolkata ,ভারতের কোনো রাজ্যে ভোর থেকে রাত 10 তা পর্যন্ত রাস্তায় ট্রাক চলাচল বন্ধ থাকে.।। কিন্তু পশ্চিমবঙ্গ রাত দিন ট্রাক চলে আর প্রকাশ্যেই তোলা আদায় করা হয়. বেহালা র জনবহুল এলাকা তে সকাল ট্রাক এলো কোথা থেকে. রাত 10 তার পর ট্রাক চলার কথা নয়.তবে কেন দিনের আলোকে ট্রাক. কোন রাজনৈতিক দল পুলিশ এই অভিযোগ করেনা. ভোরে ট্রাকে প্রাণ কেড়ে নিল এক শিশু ছাত্রের।
কোন মন্তব্য নেই