দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি র বিভাগ রেল ওয়ে বিভাগ
নয়া ঠাহর, গুয়াহাটি:দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতির কেন্দ্র রেল ।তারপরে ব্যাঙ্ক।দেশের চিফ vigilence কমিশন সূত্রে একথা জন্য গেছে।সূত্রে জানা গেছে রেলওয়ে বিভাগে10 হাজারের বেশি দুর্নীতি ধরা পড়েছে আর ব্যাঙ্ক এ 8 হাজারের বেশি দুর্নীতি ধরা পড়েছে।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সদর কেন্দ্র গুয়াহাটির মালিগাও এ কোটি টাকার ও বেশি দুর্নীতি মামলা তদন্ত সংস্থার নজরে এসেছে।
কোন মন্তব্য নেই