Header Ads

এখন দুবেলা দুমুঠো ভাত বিলাসিতা,সরকার নীরব দর্শক

অমল গুপ্ত , হ্যা আবার দাম বাড়লো চাল ডাল তেলের, ঔষধের দাম আগেই ২০শতাংশ বেড়েছে।জীবনদায়ী ঔষাধকে ও বাদ দেওয়া হয়নি। গরীব শ্রমজীবী মানুষের কাছে দুবেলা  দুমুঠো ভাত বিলাসিতা  পর্যায়ে পড়ে।আজ বাজার পরিক্রমা সূত্র উল্লেখ করে  সংবাদ  চ্যানেল জানিয়েছে সরকার চাল দিলেও বাইরে বাজারে প্রায় ৮টাকা কেজিতে বেড়েছে। তেল লিটারে ৮টাকা ,অরহর ডাল কেজিতে প্রায় ৩০ টাকা বেড়েছে।কলাই ডাল, মুগ ডাল কেজিতে ১০ টাকা  , জ্বালানি তেল একশো টাকাতে আপ ডাউন করছে
  শাক সবজি আগুন দাম।ভেজাল মেডিক্যাল রাসয়নিক রং মেলানো   ভেজাল সবজি, মানুষকে খেতে বাধ্য করা হচ্ছে।নিয়ন্ত্রণ করার মুরোদ সরকারের নেই।  টাটকা রাখার জন্যে মাছে দেদার ইউরিয়া, দুধে মারাত্মক রাসয়নিক টেবলেট ছাড়া ,ড্রেনের জল মেলানো হয়। বাজারে সরবরাহ করা প্লাস্টিক    কন্টেনার  শুদ্ধ  তথাকথিত  জল সব বিষে ভরা। মানুষ দেদার খাচ্ছে।কোনো উপায় নেই।সরকার নিয়মিত ভাবে পরীক্ষা করে না। মুরগি ,খাসি ,পাঁঠা ভেজাল ইনজেকশন দেওয়া হয়। সরকারের পরিদর্শক রা অধিকাংশ  দুর্নীতি গ্রস্থ ,ফেন্সি বাজারে  গিয়ে হাত পাতে। ভেজাল শাক সবজি ঔষধপত্র ভেজাল পরীক্ষার গবেষণাগার আছে।  সব কিছুতে ভেজাল  সরকার আছে  প্রশাসন আছে পুলিশ আছে  মানুষের আর বিশ্বাস নেকা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.