Header Ads

মণিপুরের ঘটনা লজ্জার , তা নিয়ে রাজনীতি করা আরো লজ্জার সংসদে অমিত শাহ

অমল গুপ্ত,গুয়াহাটি:আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে  নরেন্দ্র মোদী আবার বসবেন।উত্তর পূর্বের  উন্নয়নে প্রধানমন্ত্রী কমকরে ৫০বার সফর করেছেন। মণিপুরে নারীদের হত্যা হিংসার ঘটনা উদ্বেগ প্রকাশ করে লজ্জার  ঘটনা  মন্তব্য করেন। বলেন মায়ানমার থেকে উদাস্থ হয়ে আসা কুকি উপজাতি  সম্প্রদায় খালি জমির  খোঁজে আসার পর  মেই তী  সম্প্রদায়ের মনিপুরী র সঙ্গে সংঘষে জড়িয়ে পড়ে।পর হাইকোর্ট  রায় আরো পরিস্থিতি খারাপ হয়। সেখানে পরিস্থিতি সংঘর্ষের সূচনা হয়। বলেন মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই।অনুপ্রবেশ সমস্যা আছে।  সেখানে ১৫২জন মারা গেছে।হিংসা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রাহুল গান্ধী রাজনীতি করছেন।অধীর চৌধরী অভিযোগ করেন প্রধানমন্ত্রী কেন মনিপুর যাচ্ছেন না।রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন।  প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর পুত্র গৌরব  গগৈ  সুন্দর হিন্দি উচ্চারণ করে বলেন মণিপুরে মাদকের রমরমা  ,এক মাদক কারবারি কে ছাড়িয়ে আনতে সেখানে মুখ্য মন্ত্রী  হস্থক্ষেপ করেছিলেন। অমিত শাহ অনাস্থা   প্রস্তাবের বিরুদ্ধে বলেন দেশের জনতার মোদীর উপর পুরো আস্থা আছে।   অমিত শাহ বলেন গত ছয় বছরে সেখানে কারফিউ জারি করা হয়নি।রাহুল বলেন মণিপুরে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে মহিলাদের উলংগ করে ঘোরানো হচ্ছে।মহিলারা নিরাপদে নেই।  ভারত মাতাকে হত্যা করা হয়েছে।দেশের জনগণকে বিভ্রান্ত করে, বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে বলে অমিত শাহ মন্তব্য করেন।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.