আজ ছিল বাঙালি র ২২ শ্রাবণ রবীন্দ্র নাথ এর মৃত্যু দিবস
নয়া ঠাহর ,কবিগুরু রবীন্দ্র নাথ এর মৃত্যু দিবস বাংলা আর বাঙালি র প্রাণের পুরুষ , .বাঙালির আজ রবীন্দ্র সঙ্গীত ছাড়া কিছুই নেই, . শুধু স্মৃতি নিয়ে বেঁচে থাকা এই জাতি কে সার্বিক অব.ক্ষয় গ্রাস করেছে, মাথা নিচু করে বেঁচে থাকা, আছে শুধু রবীন্দ্র নাথ.
আর,22 শ্রাবণ আর 25 বৈশাখ আর বেশি কিছু নেই.। , বঙ্গে পঞ্চায়েত নির্বাচন ,হিংসা আর দুর্নীতি সারা দেশ রবীন্দ্রনাথের বাঙালি পরিচয় পেয়ে গেছে। শিলং থেকে। malabika জানান শিলং brukside রবীন্দ্র মৃত্যু তিথি পালন করা হয়। ওপরে তার ফটোগ্রাফ।
কোন মন্তব্য নেই