তামিলনাড়ুর এন আই টি ছাত্র সৌরভ সেন আত্মহত্যা। করেন বাংলাদেশে মৃতদেহ পাঠানো হয়
নয়া ঠাহর
বাংলা দেশের বাগেরহাট জেলার, কচুয়া থানার ,খালিশাখালি, গ্রামের, সলারকলা এলাকার দিলীপ কুমার সেনের একমাত্র পুত্র সৌরভ সেন বৃত্তি পেয়ে ভারতের তামিললাড়ুর তিরিচুলাপল্লী এন, আই, টিতে কারিগরি শিক্ষারত অবস্থায় শিক্ষকের বাজে ব্যবহারে নাকি গত ৮ই জানুয়ারি ২০২২ ইংরেজি; তারিখে এন.আই.টি তিরুচির ছাত্রাবাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার যথাযথ তদন্ত না করে দেহ বাংলাদেশে প্রেরণ করা হয়। এই ব্যাপারে যথাযথ তদন্ত দাবি করে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। কমিটির সচিব প্রধান গুয়াহাটি ও আগরতলা সহ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ঘটনাটা তুলে ধরবেন বলে সাধন পুরকায়স্থ জানিয়েছেন।
কত স্বপ্ন নিয়ে বাবা-মা তাদের সন্তানকে উচ্চশিক্ষার জন্য পাঠান, এইভাবে যদি অকালে চলে যেতে হয় তা কিছুতেই মানা যায় না। আমরা এই ঘটনাটির উপযুক্ত তদন্ত চাই।
এদিকে নিহত সৌরভ সেনের পিতা দিলীপ কুমার সেন বর্তমানে মুম্বাই নানাবতী হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধিন।
নিবেদক--
সাধন পুরকায়স্থ
কোন মন্তব্য নেই