গান্ধী সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক অতীন দাসের মূল্যয়ন সঠিক ,কোন ভুল নেই
অমল গুপ্ত,গুয়াহাটি:মহাত্মা গান্ধীর দেশের স্বাধীনতা আন্দোলনে সঠিক ভূমিকা ছিল না। ,ব্রিটিশ দের সঙ্গে আপস করে চলতেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বিরুদ্ধাচরণ করার নানা ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ আছে।। শিলচরের বিশিষ্ট সাংবাদিক অতীন দাস এই বৃদ্ধ বয়সেও অসমের সার্বিক কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে সংবাদ সেবা করছেন। অসম সরকার তাকে পুরস্কৃত করেছেন।সাহিত্য সেবা পেনশন পাচ্ছেন। বাংলাদেশ ,পশ্চিমবঙ্গে তার লেখা পড়ার জন্যে লাখ লাখ পাঠক উদগ্রীব , অসমেরও লাখ লাখ পাঠক অপেক্ষা করেন কবে অতীন দাসের কলাম বেরোবে।সেই অতীন দাসের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে ,বিশিষ্ট সাংবাদিককে অপমান করার কোনো অধিকার নেই বরাকের কতিপয় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির। থানার এজাহার তুলে নিয়ে ইতিহাস ঘেঁটে গান্ধীর ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করে। অতীন দাসের প্রতি সুবিচার করুন। নিজেদের সম্মান রক্ষা করুন, এমন ভুল করবেন না।
কোন মন্তব্য নেই