প্রায় শতবৎসরের রণগ্রাম সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী উদ্বোধন করেন। আগে এই সেতুটি মনীন্দ্র সেতু নামে পরিচিত ছিল। কান্দি বাসী বছর চারেক থেকে প্রচণ্ড কষ্ট করে। সদর সহর বহরমপুর যাওয়ার সুযোগ ছিল ,১৯৪০ সালে ২৫আগস্ট মুর্শিদাবাদ জেলার রাজা মনীন্দ্র নন্দী র আর্থিক সাহার্য্য নিয়ে মনীন্দ্র সেতু চালু হয়।ইস্পাতের সেতু ছিল। ,,কিছুদিন বাদ ইস্পাতের দামী পাত চুরি হয়ে যায়। কংগ্রেস সহ কোনো রাজনৈতিক দল কান্দির কথা ভাবেনি। বহু আন্দোলন নিবেদন পর কান্দি বাসী পার্মানেন্ট সেতু পেলো। বহু টানা পোড়েন পর ৩আগস্ট মুখ্যমন্ত্রী এই সেতু ভার্চুয়ালি উদ্বোবন।করে বলেন।এই সেতু মুর্শিদাবাদ জেলা উপকৃত হবে ।ব্যবসা পত্র সুগম হবে বিধায়ক অপূর্ব সরকার এই সেতু নির্মাণে বহু কষ্ট করেছেন।তার একান্ত চেষ্টায় সেতুটি র সূচনা হল। ছবি পাঠিয়েছেন। সুভাষ মণ্ডল
কোন মন্তব্য নেই