Header Ads

বাংলাদেশে গণ সঙ্গীত সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল

বিশেষ প্রতিনিধি, ঢাকা  :  বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের প্রথম কেন্দ্রীয় সম্মেলন শনিবার অনুষ্ঠিত হল কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দের জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গণসঙ্গীত পরিবেশনা ও  সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর  বেলুন উড়িয়ে সম্মলনের উদ্বোধন ঘোষণা করেন।  
উদ্বোধনী অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী কে.এম খালিদ,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তিমির নন্দী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 
উদ্ভোধনী আনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাবের কদম ফোয়ারার সামনে দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কাউন্সিল অধিবেশন স্থলে গিয়ে শেষ হয়।৷    
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেলে গণসঙ্গীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভপতিত্বে আলোচনা ও কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য ও সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট এবং কাউন্সিল অধিবেশনে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ডা. সিরাজুল ইসলাম, গণ সংগীত শিল্পী মিনা মিজানুর রহমান, বিপ্লব প্রসাদ ও শামসুল আলম সেলিম। আর্থিক প্রতিবেদন পাঠ করেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির সিরাজুল ইসলাম। 
এই সম্মেলনে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে  ৬৬ টি গণসঙ্গীত দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে আগামি তিন বছরের জন্য ৩৯ সদস্যের  নতুন কমিটি নির্বাচন করা হয়। এছাড়াও সবার সম্মিলিত পরামর্শে আগামি দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং দেশের যে কোনো সংকট মোকাবেলার গণসঙ্গীত সমন্বয় পরিষদ সব সময় দেশের মানুষের পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.