সংসদে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাব খারিজ
অমল গুপ্ত ,কান্দি মুর্শিদাবাদ:দেশের বিরোধী দলের উত্থাপিত অনাস্থা প্রস্তাব সংসদে গতকাল খারিজ হয়ে যায়। বিরোধী দলের চিৎকার চেঁচামেচি র মধ্যে সংসদ বয়কট, বহরমপুরের কংগ্রেস সংসদ অধীর চৌধুরী কে সাসপেন্ড সবিনয়ে উত্তেজনার রেশ অব্যাহত এর মধ্যে প্রধান মন্ত্রীq মণিপুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন অত্যন্ত উদ্বেগ জনক ঘটনা বিজেপি যেকোনো শর্তে শান্তি ফিরিয়ে আনবে। এই শান্তির বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মণিপুরের বিস্ফোরক ঘটনার জন্যে কংগ্রেস দলের দিকে আঙ্গুল তোলেন তিনি বিরোধী জোট , ইন্ডিয়া ,তে ভাঙন ধারার চেষ্টা করেন।তা প্রায় সফল।. অনাস্থা প্রস্তাব এর সময় অধীর চৌধুরী হস্ত ক্ষেপ করায় তাকে সাসপেন্ড করা হয়।আজ সোনিয়া গান্ধী এই বিষয়ে জরুরি বৈঠক এর ডাক দিয়েছেন।প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ এ তৃণমূল সরকারের লাগাম ছাড়া দুর্নীতি পঞ্চায়েত নির্বাচনের অরাজকতা নিয়ে তীব্র কটাক্ষ করেন. ।প্রধানমন্ত্রী অধীর চৌধুরী কে গুরুত্ব দিয়ে বলেন অধীর বাবুর কি হয়েছে বারবার ফোন আসছে. ।রাহুল কে ছেড়ে অধীর কে ধরেছেন ।জবাবে অধীর বলেন তার রাজনীতিতে উচ্চতা বাড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি মণিপুরের ঘটনায় কংগ্রেস দলের ভূমিকা তুলে বলেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উত্তর পূর্ব কে চিনের হাতে তুলে দেবার প্রয়াস চালিয়ে ছিলেন।উত্তর পূর্ব কে প্রায় বিদায় জানিয়ে মন্তব্য করেছিলেন।আজ ও মণিপুরে মহিলাদের প্রতিবাদ মিছিল এ পুলিশ রাবার বুলেট ছোড়ে কাঁদানে গ্যাস ছোড়ে. ।প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন মণিপুরের শান্তির বার্তা দেওয়া হবে। রাহুল বলেন প্রধানমন্ত্রী 2 ঘন্টা 13 মিনিট ভাষণ দিয়েছেন মণিপুর নিয়ে মাত্র 2 মিনিট খরচ করেছেন।মণিপুর জ্বলছে তখন প্রধানমন্ত্রী সংসদে হেসে হেসে ভাষণ দিচ্ছেন।
কোন মন্তব্য নেই