মুখ্যমন্ত্রী বাংলাদেশে র মত..প্রশাসন সংস্কার .করলেন
নয়া ঠাহর, গুয়াহাটি:স্বাধীনতা.দিবসে .মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব.শর্মা বাংলাদেশের ..মত রাজ্যের সব মহকুমা বাতিল করে উপ জেলা.তে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করেন। আগামী এক মাসের মধ্যে রাজ্যে একটিও মহকুমা থাকবে না। সেপ্টেম্বর মাস থেকে বাল্য বিবাহের বিরুদ্ধে আবার অভিযান শুরু হবে। মুখ্যমন্ত্রী কৃষি ব্যবস্থার উপর জোর ,দেন.কৃষি বীজ নয়া প্রযুক্তিতে উন্নত. মানের চাষের কথা বলেন। দুর্নীতি বন্ধে ঘুষ না নেওয়ার জন্যে আহবান জানান। আশ্বাস দেন চলতি বছরে রাজ্যে সেনাবাহিনীর বিশেষ .ক্ষমতা আইন প্রত্যাহার করা হবে।
কোন মন্তব্য নেই