সংসদে ইন্ডিয়া বনাম বিরোধী দলের অনাস্থা প্রস্তাব ,হেরে গেল ইন্ডিয়া
অমল গুপ্ত ,কান্দি ,মুর্শিদাবাদ: মণিপুর জ্বলছে 150 জন নিহত , মহিলাদের ,উলঙ্গ করে হেঁটে. নিয়ে যাওয়া প্রায় 7 হাজার ঘর পুড়িয়ে দেওয়া তিন.মাস থেকে ইন্টারনেট নেই. দেশের প্রধানমন্ত্রী 90 দিন পরেও সেখানে যায় নি প্রধানমন্ত্রী কে সংসদে বিবৃতি দিতে হবে।এই দাবিতে বিরোধী জোট ইন্ডিয়া প্রধানমন্ত্রী র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে গতকাল প্রধানমন্ত্রী সংসদে মণিপুর নিয়ে বক্তব্য রাখার আগেই বিরোধীরা সংসদ বয়কট করে। প্রধানমন্ত্রী ইন্ডিয়া তে বিভাজন আনার চেষ্টা করেন তাতে প্রায় সফল।বঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যপক হিংসা দুর্নীতি ভোট লুট নিয়ে কংগ্রেস সিপিএমের সঙ্গে তৃণমূল দলের ব্যপক গন্ডগোল এর মাঝে দেশের বিরোধী জোটে তৃণমূল সঙ্গে কংগ্রেস সিপিআইএম হাত মেলানো নিয়ে প্রধানমন্ত্রী খোঁচা দেন। বিরোধী নেতা বহরমপুরের কংগ্রেস সংসদ অধীর চৌধুরী অনাস্থা প্রস্তাবের সময় ফোন ধরে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তার দিকে তাকিয়ে বলেন ,অধীর বাবু আপনার কি কলকাতা থেকে ফোন আসছে? পরে অধীর চৌধুরী বলেন প্রধানমন্ত্রী তাকে গুরুত্ব দিয়ে তার রাজনৈতিক জীবনের উচ্চতা বাড়িয়ে দিল।প্রধানমন্ত্রী কে টেনে আনার কাজে সফল হয়েছি।মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী র সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুঃখ প্রকাশ করে বলেন বড় লজ্জাজনক ঘটনা তবে এই ঘটনা নিয়ে রাজনীতি করা আরো লজ্জাজনক..।প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন এই মণিপুরের স্বার্থে সার্বিক কল্যাণে কেন্দ্রীয় সরকার আত্ম নিয়োগ করবে।আদর্শ রাজ্যে পরিনত করবে।কংগ্রেস আমলে ব্যাপক দুর্নীতি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন লুঠ কি দোকানে খুব তাড়াতাড়ি তালা ঝুলিয়ে দেওয়া হবে। কংগ্রেস বিজেপি কে আক্রমণ করে বলে মোদীর অহংকার এর জন্যে আজ 400 আসনের বদলে 40 আসনে দাঁড়িয়েছে। লোকসভায় রাহুলের ভাষণের বেশ কিছু অংশ কার্য বিবরণ থেকে bad দেওয়া হয়েছে। বিজেপি দাবী দেশে সার্বিক উন্নয়ন মোদীর জমা না তে শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই