পশ্চিমবঙ্গে বোমা শিল্প আর চপ শিল্প ছাড়া কিছু নেই ,আবার বিস্ফোরণ নিহত ৯
নয়া ঠাহর ,কলকাতা:পশ্চিমবঙ্গে আবার দত্ত পুকুরে বোমা আবার বোমা বিস্ফোরণে ৯,জনের মৃত্যু হল।মুর্শিদাবাদ জেলার গরীব শ্রমিক আর স্থানীয় মহিলারা ইটভাটার পরিত্যক্ত জমিতে বাজির নাম করে বোমা তৈরির কাজ করছিল।রীতিমত গবেষণাগার গড়ে এই বেআইনি কাজ করছিল বলে স্থানীয় মানুষ দের অভিযোগ যোগ। সাংসদ অধীর চৌধরী ঘটনাস্থলে দাড়িয়ে অভিযোগ করে বলেন বঙ্গে পুলিশ নির্বিকার পুলিশ আর তৃণমূল একযোগে মিলে মিশে বেআইনী কাজ করছে।এক এপস তৈরি করে বোমা সাপ্লাই করা হয়।আদালতে গিয়ে অভিযোগ জানাবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওখানে সবুজ বাজি নির্মাণ চলছিল।গরীব মানুষ জীবিকা নির্বাহের জন্য সবুজ বাজি নির্মাণ করে থাকে।
কোন মন্তব্য নেই