Header Ads

টানা বৃষ্টির ফলে ধসে পড়লো হিমাচল প্রদেশের কুলু পাহাড়

নয়া ঠাহর,গুয়াহাটি:দেশের উত্তরা খন্ড ,হিমাচল প্রদেশ,,  উত্তর পূর্বাঞ্চল এর  সবুজ   পাহাড়  গুলিতে ব্যাপক হারে ধস, জনবসতি,  সরকারি নানা প্রকল্প  লাখ লাখ গাছ কেটে সড়ক তৈরি হচ্ছে।।গাছ বাঁচানোর কোনো নীতি নেই।   গাছ   দেশের নাগরিক নয় ভোট দেওয়ার অধিকার নেই।সেই অধিকার  থাকলে সরকার তাদের অধিকার   সুরক্ষিত করতে ব্যবস্থা নিতে দেখা যেত।  মিজোরামে পাহাড় ধসে ২৩,জন শ্রমিকের প্রাণ গেল। এর আগে মণিপুরে রেল।লাইন নির্মাণ করতে গিয়ে পাহাড় ধসে ৬০জনের প্রাণ গিয়েছিল।মাটি পরীক্ষা না করে অসমের পাহাড় লাইন নির্মাণ করা হচ্ছে।ভূমিকম্প প্রবণ এ লাকা  জরিপ করা হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.