সারা দেশ জুড়ে প্রার্থনা ভারত চাঁদে পা ফেললো চাঁদ মামা ভারতের হাতের মুঠো তে, বিশ্ব জয় করলো
অধীর প্রতীক্ষা কয়েক সেকেন্ড বাকি হাততালি শুরু হয়েছে বিজ্ঞান দের। ভারত চাঁদের পিঠে নামলো. বিশ্ব জয় করলো।প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার দেশ থেকে দেখ লেন বলেন. মুস্কিল আসান হল। অমৃত কাল সফল হল প্রধানমন্ত্রী দেশের মানুষ মহাকাশ সংস্থার বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
চাঁদের মাটি থেকে শক্তি সঞ্চয় করে ল্যান্ড অভার বিক্রম রোবট গাড়ি প্রজ্ঞান নামে।.মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান বৈজ্ঞানিক সোমনাথ বৈজ্ঞানিক শ্রীকান্ত প্রমুখ জানান চার বছর থেকে বিজ্ঞানি দের খাওয়া ঘুম চলে গিয়েছিল।এখন ভারতের হাতের মুঠো তে চাঁদ মামা।613 কোটি টাকা ব্যয় করে চন্দ্র যান তৈরি করা হয়েছে।বিশ্বের চারটা দেশ চাঁদের বুকে নামলো।এর পর আদিত্য এল পাঠানো হবে সূর্যের নানা সংকেত জানার চেষ্টা হবে মহাকাশ বিজ্ঞানীরা অপেক্ষা করছেন সূর্যের আলো ও মাটি থেকে শক্তি সঞ্চয় করে ল্যান্ডrovar ভারতের পতাকা আর অশোক চক্র লাগানো রোবট চন্দ্র যান 3 থেকে বেরিয়ে
চাঁদের পিঠে চলতে শুরু করবে। অসমের কন্যা nidhi শর্মা এই সফল অভিযানে এক জন বৈজ্ঞানিক ছিলেন বাড়ি tinsukia তে। hailakandir। baharul। islam মালদহ র সুহাস মুখেরজী , বাংলার দুই ভাই চন্দ্রকান্ত o Sashi kant এই অভিযানে বিজ্ঞানী ছিলেন। অসমের chayan দত্ত প্রমুখ ।
কোন মন্তব্য নেই