Header Ads

বিশিষ্ট চিত্র শিল্পী কিরণ শঙ্কর রায় চলে গেলেন

বিশিষ্ট চিত্রশিল্পী কিরন শংকর রায়ের মৃত্যুতে নগাঁওতে শোক।
সুনীল রায় নগাঁও ২০ আগষ্ট :- বিশিষ্ট চিত্রশিল্পী, গননাট্য আন্দোলনের অগ্ৰণী সংগঠক, ইলোরা বিজ্ঞান মঞ্চের অন্যতম প্রতিষ্টাপক কিরন শংকর রায় (৭৪বছর) বয়সে আজ কাকভোরে গুযাহাটী -শিলপুখুরীর বাসভবনে দেহত্যাগ করেন। প্রগতিশীল এবং মানবতাবাদী শিল্পীজনে সিপিআই (এম) দলের একজন নিষ্ঠাবান সদস্য ছিল।ইলোরা মঞ্চে তার শোককূল পরিযাল, আত্মীয়-স্বজন এবং গুণমুগ্ধ সকলের প্রতি জ্ঞাপন করেছে সমবেদনা।কিরন শংকরের মৃত্যুতে সিপিআই(এম)র আসাম রাজ্যিক কমিটি, ভারতীয় গননাট্য সংঘ, আর্টিষ্ট গীন্ড, এছ এফ আই, ডিবাই এফ আই, সি আই টি ইউ, আসাম রাজ্যিক কৃষক সভা বিভিন্ন সংগঠন - অনুষ্টান‌ -প্রতিষ্টানে শোক প্রকাশ‌করেছে। উল্লেখ্য যে কিরন শংকরের জন্মহয়  নগাঁও শহরের সালনা-সিমানা বস্তিতে, ১৯৪৯ সনে।নগাঁও বেংগলী বয়জ হাইস্কুলে শিক্ষা গ্ৰহন‌ করার পর নগাঁও কলেজে অধ্যায়ন‌ করে থাকা অবস্থাতে পিতৃ বিয়োগ হ ওয়া তে পরিযালটি গভীর আর্থিক সংকটে সম্মুখীন হয়।পরিযালটির বড় ছেলে হ ওয়া তে কিরন শংকরে পরিয়ালের দায়িত্ব গ্ৰহন করতে লাগা‌ হ ওয়া তেচিত্রশিল্পীকে পেশা হিসেবে গ্ৰহন করে ২০২২ সনে  কিরন‌  শংকরে প্রনব বরুয়া বঁটা প্রদান করা হয়। বিশিষ্ট চিত্রশিল্পী জনের মৃত্যু তে নগাঁও সদর‌বিধান‌সভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা শোক প্রকাশ করেছে।বিধায়ক শর্মায় বলেন যে বিশিষ্ট চিত্রশিল্পী কিরন শংকর রায়ের মূত্যুর খবরে আমাকে অতিশয় মর্মাহত করে তুলেছে।নগাঁও জেলা সিপিআই, কল্লোল সাংস্কৃতিক গোষ্ঠীকে ধরে নগাঁওয়ের‌বিভিন্ন অনুষ্ঠানে কিরন শংকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।এই  বিশিষ্ট  শিল্পী  মৃত্যুর  পর তার দেহ  দান  করা হয়েছে  আগেই চোখ দুটি দান করা হয়েছে বলে  আত্মীয়  সাংবাদিক  অরূপ. চক্রবর্তী  জানান. 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.