প্রাক্তন .মন্ত্রী রাজেন্। গো হায় মুখ্যমন্ত্রী কে বিপদে ফেলেছেন
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁইর বিরুদ্ধে সরব নগাঁও ক্রীড়া সংস্থার সম্পাদক #
সুনীল রায় নগাঁও ১৮ আগষ্ট:-নগাঁও ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি রাজেন গোঁহাইর বিরুদ্ধে আজ সরব হয়ে পরে নগাঁও ক্রীড়া সংস্থার সম্পাদক তপন দাস।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ রাজেন গোহাঁইয়ে কেবিনেট পদ হতে পদত্যাগ করার পর তার বিরুদ্ধে সরব হয়ে পরেছে নগাঁও ক্রীড়া সংস্থার সম্পাদক তপন দাস।আজ দাসে নগাঁওতে সাংবাদিকদের কাছে প্রাক্তন কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁইর জন্য নগাঁও ক্রীড়া সংস্থার ব্যায়ামাগার বন্ধ হয়ে আছে বলে গুরুত্ব অভিযোগ উথ্যাপন করে। তিনি বলেন যে ২০১৭সন হতে নগাঁও ক্রীড়া সংস্থার ব্যয়ামাগার বন্ধ হয়ে আছে।ব্যায়ামাগারের সামগ্ৰী আন্য স্থানে রেখে গোঁহাইয়ে রুমটিতে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রেখেছিল।ফলে ব্যায়ামের সুবিধা হতে গত ৬ বছর ধরে নগাঁওয়ের খেলুয়ে সকল বঞ্চিত হয়ে আছে। তিনি আর ও বলেন যে -২০১৭সন হতে এই বছর ১৮ জুলাই প্রর্য্যন্ত রাজেন গোহাঁই নগাঁও ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বে ছিল।নগাঁও ক্রীড়া সংস্থার সম্পাদক জনে বর্তমানে ও ব্যায়ামাগারটিগোঁহাইর নিরাপত্তা রক্ষীর কবলে আছে বলে অভিযোগ করে।নগাঁও ক্রীড়া সংস্থার সমিতিয়ে বহুবার ব্যাযামাগারটি ছেরে দেওয়ার জন্য রাজেন গোহাঁইকে আহ্বান জানানোর পর ও গুরুত্ব দেয় নাই বলে অভিযোগ করে। উল্লেখ্য যে সুদীর্ঘ দিন নীরবতা অবলম্বন করার পর ও প্রাক্তন মন্ত্রী রাজেন গোহাঁইয়ে পদত্যাগ করার পরে তার বিরুদ্ধে নগাঁও ক্রীড়া সংস্থার সম্পাদক জনে সরব হয়ে পরাকার্যে নগাঁওতে ব্যাপক চর্চা লাভ করেছে।
কোন মন্তব্য নেই