প্রধানমন্ত্রীর সুউচ্চ মূর্তি বসবে মহারাষ্ট্র এ, .অসমের প্রতি জেলা ,গ্রমে স্বাধীনতার স্মরণে প্রস্তর খণ্ড বসবে ,
নয়া ঠাহর গুয়াহাটি:মুখ্যমন্ত্রী গতকাল এক সাংবাদিক সম্মেলন জানান আগামী 8 আগস্ট থেকে স্বাধীনতার বর্ষ যাপন শুরু হবে. ।প্রতি জেলা গ্রামে 75 বছর স্বাধীনতা স্মরণে প্রস্তর খণ্ড স্থাপন করা হবে স্থানীয় বীর সেনা স্বাধীনতা সংগ্রামী দের স্মরণে তা করা হবে. সেই সঙ্গে গ্রাম অসমের সার্বিক কল্যাণ সাধন করা হবে ।দিল্লিতে প্রধানমন্ত্রী র কর্তব্য পথে ফেলা পবিত্র মাটি অসমের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্ষেত্রে ফেলা হবে.।এক অভিনব স্বাধীনতা দিবস উদযাপন হবে দেশে। স্বাধীনতা দিবসে প্রতি ঘর এ পতাকা উত্তোলন করা হবে।
কোন মন্তব্য নেই