রাখী উৎসবের দিন,গুয়াহাটি মালিগাও ওভারব্রীজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত ,গুয়াহাটি, গুয়াহাটি মহানগরের মাথায় আর ও এক উন্নতির পালক গাঁথা হল।আজ বুধবার রাখী পূর্ণিমার শুভ দিন গুয়াহাটি বাসী বিশাল উপহার পাচ্ছে।মালীগাও পান্ডু বাসীর সুখ আজ উৎসবের দিন, এতদিন সড়ক যন্ত্রনা তে ভুগছিলেন। যানজটের ফলে ভোগান্তি দুর হবে।আড়াই কিলোমিটারের বেশি লম্বা ফোর লেন যুক্ত ওভার ব্রিজ সব চেয়ে বড় ব্রিজ। মহানগরের গর্ব, ৪২০ কোটি টাকা ব্যায় নির্মিত ১০,কিলোমিটার রাস্তা যা অসমের রেকর্ড বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী জানান আসন্ন দুগাপুজা মাথায় রেখে পুজোর আগেই ব্রিজটি আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।এই ব্রিজটি নির্মাণের সময় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল। ব্রিজটি ঝালুকবাড়ি এলাকা মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচন কেন্দ্র ,বাঙালি প্রধান এলাকা স্বাভাবিক ভাবে বেশি গুরুত্ব পাচ্ছে। এই কেন্দ্রে নীলা চল পাহাড়ে বিশ্ব খ্যাত কামখ্যা মন্দির ,আর উত্তর পূর্ব রেলের সদর দপ্তর মলিগাও। তাই সবার দৃষ্টি এই ওভার ব্রিজের দিকে।অসমের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম মালিগাও পান্ডু ব্রহ্মপুত্র নদের কিনারে অসমের প্রথম নদী বন্দর পান্ডু, এই বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জাহাজ যাতায়াত করে। রবীন্দ্র নাথ ঠাকুর ,জ্যোতি বসু সহ দেশের বিখ্যাত ব্যাক্তিদের পদ ধুলো পড়েছে এই বন্দরে। এই কেন্দ্রের কাছে বর্ষা পারা ক্রিকেট স্টেডিয়াম। অত্যাধুনিক খেলার আসর। বসে।আর্ন্তজাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নীল সবুজ নীলাচল পাহাড় নদ মনোরম প্রকৃতি ঘেরা ঝালুক বাড়ি অঞ্চল আর্ন্তজাতিক ক্রিকেট টুর্নামেন্ট এর সময় বিশ্ব বাসী টিভিতে এক ঝলক দেখেছে। এই গুরুত্ত পূর্ন স্থানে ১০কিলোমিটার লম্বা ওভার ব্রিজ চালু হচ্ছে।
এই মনোরম পরিবেশে রয়েল বেঙ্গল টাইগারের কদাচিৎ দেখা মেলে ভয় বিস্ময় রোমাঞ্চ কর পরিবেশ অন্য মাত্রা পায় ঝালুকবারি।সঙ্গে কামাখ্যা পাহাড়ের বিশাল বিশাল অজগর সাপ তো আছেই। উড়াল সেতু উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এক হাজার ছোট বড় সেতু নির্মাণ করা হবে. কাজী রাঙা তে 32 কিলোমিটার উড়াল সেতু নির্মাণ করা হবে. . ...।দক্ষিণ পূর্ব এশিয়ার দুয়ার মুখের গুয়াহাটির এই উড়াল সেতুর নাম দেওয়া হল নীল চল সেতু।জানান বিমানবন্দরে নতুন টার্মিনাল গঠন করা হবে।দুর্গা পুজোর সময় গুয়াহাটি উত্তর গুয়াহাটির মাঝে সেতু নির্মাণ হবে। মুখ্যমন্ত্রী বলেন তার আকাশ ছোঁয়া স্বপ্ন আছে ।বিমানবন্দর থেকে kamkhya মন্দির পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে মাত্র 20 মিনিট সময় লাগবে। জানান শিলচর গিয়ে তিনটি উড়াল পুল উদ্বোধন করা হবে। Ksmkhya মন্দির থেকে গুয়াহাটির রেল স্টেশন .পর্যন্ত রুপ ওয়ে নির্মাণ করা হবে।
।
কোন মন্তব্য নেই