পরবর্তী বিজেপি দলের মজবুত সরকার হবে লাল কেল্লা তে আবার নরেন্দ্র মোদী জাতীয় পতাকা তুলবেন
অমল গুপ্ত,,গুয়াহাটি দেশের স্বাধীনতার 75 বছরের অমৃত উৎসবে অঙ্গীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী 2024 সালের.লোকসভা নির্বাচনে আবার বিজেপি মজবুত সরকার ক্ষমতার আসবে. এবং তিনিই লাল কেল্লা তে জাতীয় পতাকা তুলবেন। তিনি বলেন দেশের 140 কোটি জনসংখ্যার 30 বছরের উর্ধে র কোটি কোটি যুবক আবার বিজেপি কে ভোট দেবে কারণ বিজেপি সরকার দেশের যুবরাজের আশা আকাঙ্খা পূরণ করেছে।বলেন দেশের 140 কোটি মানুষের আর্থিক সামর্থ্য বৃদ্ধি করেছেন। দেশের প্ল্যানিং কমিশন সতর্কতা জারি করে বলেছে 2030 সালের মধ্যে দেশের 45 ভাগ মাটির নিচে জল শুকিয়ে যাবে। এখন চেন্নাই এ জল নেই. এক ফোটা পানীয় জলের অভাবে কলকাতা গুয়াহাটি হাহাকার করছে প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের বাড়িতে পানীয় জল সাপ্লাই করা হচ্ছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন দেশের পরিবার তন্ত্র দেশকে সর্বনাশ এর দিকে ঠেলে দিচ্ছে. তিনি নেহেরু পরিবারের দিকেই আঙ্গুল তোলেন। তিনি গান্ধীর সত্য গ্রহ আন্দোলন এর কথা বলেন কিন্তু যার জন্যে দেশ স্বাধীন হয়েছে সেই বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম নিলেন না. ।এই প্রধানমন্ত্রী দিল্লী রাজপথে নেতাজী মূর্তি বসিয়ে বিশ্বের চোখে নেতাজী নাম উজ্জ্বল করেছেন। তা অস্বীকার করা যাবেনা।প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের অর্থ ব্যবস্থা মজবুত বলে দাবি করে বলেন করোনা সংক্রমণ কালের অবস্থা কাটিয়ে উঠে বিশ্বে আর্থিক সামর্থ্য বৃদ্ধি করেছে. ।দেশের অন্যান্য পিছ পড়া শ্রেণী বা ও বি সি শ্রেণীর উন্নয়নে 14 হাজার কোটি টাকা খরচ করেছে। দেশের মা বোনদের সার্বিক কল্যাণে সরকার বিশেষ দৃষ্টি দিয়েছে. মণিপুরে নারী সমাজের সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকার সব প্রয়াস চালাচ্ছে।দেশের সীমান্ত এ গুলি চালাবার সাহস কেউ দেখাতে পারবে না. 2026 সালে স্বাধীনতার শতবর্ষ পালন নিয়েও প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। তিনি বলেন কম সময়ে নতুন সংসদ নির্মাণ করে দেশকে দেখিয়ে দিয়েছে ,বলেন তিনি যার ভিত্তি প্রস্তর স্থাপন করবে উদ্বোধন ও তি
নি করবে ফেলে রাখবে না। বলেন দেশের 75 বছরের ইতিহাসে আমূল সংস্কার এনেছেন যা আগের সরকার গুলো করার সাহস দেখাতে পারেনি। 75 বছরের স্বাধীনতা দিবসে প্রায় 75 বছরের জীবনে 45 ইঞ্চি বুকে আমাদের প্রধানমন্ত্রী দেশকে স্বপ্ন দেখালেন .যুব সমাজকে বাঁচার মন্ত্র দিলেন। উজ্জীবিত করলেন।
কোন মন্তব্য নেই