অসমে জেলা স্তরে 81 টি উপ জেলা গঠন, 24 টি মহকুমা বিলুপ্ত
অমল গুপ্ত গুয়াহাটি:অসম সরকার রাজ্যের 24 টি মহকুমা বিলুপ্ত করে 81 টি উপ জেলা গঠন করে।মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা তার। cabinet এর 100 বৈঠকে 1238 টি প্রস্তাব নিয়েছিল তার মধ্যে 1217 টি প্রস্তাব রূপান্তরিত হয়েছে।গত 20 বছরে 264 টি cabinet বৈঠক আয়োজন করা হয়েছিল।গত 2 বছরের হেমন্ত সরকার 100 টি বৈঠক করে ফেললো। সব উপজেলার দায়িত্ব থাকবে অতিরিক্ত জেলা শাসকের হাতে ।উপজেলার হাতে শিক্ষা, স্বাস্থ্য সহ সব সরকারি বিভাগ থাকবে।
কোন মন্তব্য নেই