75 তম স্বাধীনতার দিবস
75তম স্বাধীনতা দিবস পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি নগাঁও জেলা খাদ্য এবং সরবরাহ বিভাগের।
সুনীল রায় নগাঁও ১৪আগষ্ট :- আগামীকাল ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে নগাঁও জেলা প্রশাসন এবং খাদ্য এবং সরবরাহ বিভাগে। এই পদক্ষেপ হিসেবে নগাঁও জেলা খাদ্য এবং সরবরাহ বিভাগে শহরে থাকা সুলভ মূল্যের দোকানে ত্রিরঙা পতাকা সামান্য মূল্যে যাতে গরীব হিতাধিকারী ছাড়াও যে কোনো লোকেক্রয় করতে পারে সেই ব্যবস্থা হাতে নিয়েছে।এই উপলক্ষে গত দুই দিন ধরে জেলার খাদ্য এবং সরবরাহ বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শক নয়ন বরদৈল , ধ্রুবজ্যোতি ভূঁঞা , নব ডেকা শহরে থাকা সুলভ মূল্যের দোকান তুমন সরকারের দোকানে এক সভা অনুষ্ঠিত করে ছিল।এই সভাতে জ্যেষ্ট পরিদর্শক নয়ন বরদৈল ভাষন প্রসঙে বলেন যে প্রতিজন সুলভ মূল্যের হিতাধিকারী যাতে ঘরে ত্রিরঙা পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান।রাজ্য সরকারে এই ত্রিরঙা পতাকা সামান্য মূল্যে দিয়েছে।যাতে যে কোনো লোকে সুলভ মূল্যের দোকান হতে ক্রয় করতে পারে সেই ব্যবস্থা হাতে নিয়েছে।এই সভাতে প্রায় শতাধিক হিতাধিকারী অংশ গ্ৰহন করেছিল।এই সভাতে নগাঁও টাউন সুলভ মূল্যের দোকানের কার্য্যকারী সভাপতি প্রনব পাল,সহকারী সম্পাদক দুলাল পাল উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের তাৎপর্য ভাষন প্রসঙে তুলে ধরেন।
কোন মন্তব্য নেই