Header Ads

গরিব শ্রমিকের মাথার দাম মাত্র 2 লাখ টাকা? 26 জন নিহত

অমল গুপ্ত, গুয়াহাটি: বঙ্গের মালদহ,    মুর্শিদাবাদ  থেকে রেলের সেতু নির্মাণ করতে গিয়ে প্রাণ হারালেন  মালদহ  মুর্শিদাবাদের  26 জন  শ্রমিক .   mijoramer   সই রঙের  এক রেল সেতু  ভেঙে   শ্রমিক দের  প্রাণ যায়  ।প্রধানমন্ত্রী  2 লাখ  টাকার  ক্ষতি পূরণ ঘোষণা করেছেন  এন এফ রেল 10 লাখ টাকা  করে দেবে.। আহতদের  2 লাখ টাকা করে। নির্মান  বিভাগের  জেনারেল ম্যানেজার  সুনীল কুমার ঘটনাস্থল  পরিদর্শন  করেন,   আই জল  থেকে 20 কিলোমিটার  দূরে     ঘটনাস্থল  দুর্গম এলাকা  শ্রমিক দের  জীবনের  নিরাপত্তা  সুনিশ্চিত   করা হয়নি  ঝুকি  নিয়ে কাজ  করছিলেন  বঙ্গের শ্রমিক রা।মুখ্য জনসংযোগ  অফিসার সব্যসাচী  দে  এই ঘটনা  কে মর্মান্তিক  বলে উদ্বেগ প্রকাশ  করেছেন। প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে শোক প্রকাশ করেছেন। বঙ্গের  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের  সঙ্গে যোগাযোগ  করে উপযুক্ত  ক্ষতিপূরণ  দেবার নির্দেশ দিয়েছেন।দেশে  কোটি কোটি বেকার অসম  পশ্চিমবঙ্গ  র লাখ লাখ  শ্রমিক  কাজের  সন্ধানে  দক্ষিণ  ভারত  ও উত্তর পূর্বের  নানা  নির্মাণ কাজে   যায়। এই  সব পরিযায়ী শ্রমিকদের  হিসাব  কোনো সরকার রাখেনা ।তাদের  বিমা নেই  নূন্যতম  মজুরি নেই।জীবন  জীবিকার    সুনিশ্চিত  নয় শ্রম শক্তি  হিসাবে  বিবেচনা  করা হয়না কেবল ভোটের সময়  তাদের দাম। একই জনগোষ্ঠির  এই মুসলিম  শ্রমিক  রা তৃণমূল কংগ্রেস  দলের বড় সমর্থক   পঞ্চায়েত ভোটের সময়  সারা দেশ থেকে  বঙ্গের গিয়েছিলেন  ভোট দিতে। জীবন জীবিকা  সুনিশ্চিত  নয়  লাখ লাখ  পরিযায়ী  শ্রমিক দের হিসাবে    কোনো সরকার রাখেনা.।  মেঘালয়   সরকার  কঠোর  নির্দেশ  দেওয়া  সত্ত্বেও  পরিত্যক্ত  খনি  গুলিতে  ইঁদুর এর বাসা  বা rathole  গর্ত   করে  গরিব শ্রমিক রা  প্রাণ দিচ্ছে বেশিরভাগই  অসমের  goalpara জেলার। ( ছবি সংগৃহীত )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.