দেশের প্রাণের মানুষ roton টাটা কে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব আজীবন সদস্য হিসাবে প্রদীপ দত্ত রায় তাকে স্বাগত জানান
নয়া ঠাহর
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রতন টাটাকে 'ভারত গৌরব ' সম্মাননা প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্লাবের আজীবন সদস্য প্রদীপ দত্তরায়।
কোলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর জাতীয় স্তরের কৃতী কোন ক্রীড়া ব্যাক্তিত্বকে 'ভারত গৌরব ' সম্মাননা দেওয়া হয়। তবে এবার কিছুটা প্রথা ভেঙে সেই সম্মান বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী রতন টাটাকে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বরাক থেকে নির্বাচিত ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রদীপ দত্তরায়।
এক প্রেস বার্তায় প্রদীপ বাবু বলেন যে সমাজের সর্বস্তরে রতন টাটার অবদান রয়েছে। তার উদ্যোগে তৈরি টাটা ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের মুখোজ্জ্বল করে চলেছেন। মূলত খেলার জগতে তাঁর এই অসামান্য অবদানের জন্যই তাঁকে ক্লাবের পক্ষ থেকে এবারের এই সম্মাননা দেবার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তাঁদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন প্রদীপ দত্তরায়।
ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রদীপ বাবু এদিন আরো বলেন যে সামাজিক বিভিন্ন গঠনমূলক কাজে টাটা গোষ্ঠী তাঁদের লাভের প্রায় ৬৫ শতাংশ ব্যায় করেন। এটি মূলতঃ রতন টাটার মতো ব্যাক্তিত্বের জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন দেশের মেধাবী ছাত্র ছাত্রীদের অন্যতম গন্তব্যস্থল টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠান যাতে কাজ করে তাঁরা আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান আদায় করছেন। তিনি বলেন এমন একজন ব্যাক্তিত্বকে সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই সম্মানিত হবেন। তাই এটি একটি স্বাগত সিদ্ধান্ত। একই সাথে রতন টাটাকে আগামীতে ' ভারত রত্ন' সম্মাননা প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘ দশবছরের ছাত্র আন্দোলনের মাধ্যমে আকসা যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপ নিয়েছিল তাঁকে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম তথা জনগন পূর্ণ সমর্থন করেছিলেন এবং এই দাবি বাস্তবায়নের স্বীকৃতি দিয়ে কোলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ১৯৮৪ সালে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়কে এই ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করেছিল।
কোন মন্তব্য নেই