Guwahati তে ৩০জুলাই সি আর পি সির সম্মেলন
আগামী ৩০ জুলাই গুয়াহাটির পল্টন বাজার পুলিশ স্টেশনের পাশে আই এন টি ইউ সি হলে বেলা ১১ টা থেকে সিটিজেন রাইটস প্রিজারভেশন কমিটি, আসাম এর অভিবর্তণ অনুষ্টিত হবে। অভিবর্তনে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে -
১) আসামের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্নির্দ্ধারণের খসড়ায় থাকা জটিলতা ও সমাধানের পথ।
২) এন আর সি'র পূর্ণাঙ্গ রূপ দান।
৩) ডি ভোটার সমস্যা ও সমাধান।
৪) ডিটেনশন ক্যাম্প।
৫) আধার কার্ডের সমস্যা।
৬) দেশভাগ ও ধর্মীয় নির্যাতনের শিকার উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জটিলতা।
৭) সাংগঠনিক।
৮) অন্যান্য।
উক্ত অভিবৰ্তনে সি আর পি সি, আসাম এবং সি আর পি সি সি, আসাম সহ সম মনোভাবাপন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদান্তে-
সাধন পুরকায়স্হ
সেক্রেটারি জেনারেল,
সি আর পি সি, আসাম
কোন মন্তব্য নেই