Header Ads

সীমা নির্ধারণ আইন লঙ্ঘন ,নাগরিক অধিকার রক্ষা কমিটির প্রতিবাদ

 নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি,-
ডিলিমিটেশন আইন উলঙ্ঘন করে আসামের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্নির্দ্ধারণের খসড়া প্রকাশের বিরুদ্ধে কাছাড় জেলার আন্দোলনকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ শিলচরের ইলোরা হেরিটেজ হলে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, আসাম এর আহ্বানে একটি সভায় ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক নিরঞ্জন দত্ত, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. তপোধীর ভট্টাচার্য ও সংগঠনের অন্যতম উপদেষ্টা প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূঁইয়ার পরিচালনায় সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আন্দোলনরত প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি আন্দোলন পরিচালন কমিটি গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তকে বাস্তবায়িত করার লক্ষ্যে তৈরি করা নির্বাচন কমিশনের বিতর্কিত খসড়া সম্পূর্ণ প্রত্যাহার করে সারা দেশের সাথে আসামেও একসাথে ডিলিমিটেশন আইন মেনে ২০২৬ সালে জনসংখ্যার নিরিখে আসন সংখ্যা বৃদ্ধি করে ডিলিমিটেশন করানোর দাবিতে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে শিলচরে বিশাল আকারের ধিক্কার মিছিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে জেলার বিভিন্ন স্থানে গণ স্বাক্ষর অভিযান, জেলার প্রতিটি সার্কল অফিস ও জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্ৰদৰ্শন ও রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনের নিকট স্মারকপত্র প্রদান, গুয়াহাটির লাস্ট গেইটে ধর্ণা এবং জেলার জনপ্রতিনিধিদের বরাক উপত্যকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সরব ভূমিকা পালনের দাবি জানিয়ে চাপ সৃষ্টি এবং ধিক্কার মিছিলের পর দিল্লিতে ধর্ণা ও প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশের মানুষের সামনে আসাম সরকার ও নির্বাচন কমিশনের স্বৈরাচারী মনোভাবের বিবরণ তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে উদ্দেশ্য ব্যখ্যা করে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন কর। এরপর একে একে বক্তব্য রাখেন প্রস্তাবিত ডিলিমিটেশন বিরোধী প্রতিবাদী মঞ্চের বাসুদেব শর্মা, আশু পাল, ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস এর চয়ন ভট্টাচার্য, মনিপুরী চেম্বারস অফ কমার্সের ওক্রাম লক্ষীকান্ত সিংহ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের গৌতম প্রসাদ দত্ত, ফোরাম ফর সোশ্যাল হারমনি'র অরিন্দম দেব, ইয়াসি'র সঞ্জীব রায়, মাতৃভাষা সুরক্ষা সমিতির সুনীল রায়, এ বি ওয়াই এস ও'র রথীন্দ্র দাস, মার্চ ফর সায়েন্স এর কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য, রূপম সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সত্যজিৎ দে, হিউম্যানিটি ফাউন্ডেশন এর সিহাব উদ্দিন আহমেদ, জাকালকা এর নির্মল কুমার দাস, জেলা কংগ্রেসের সীমান্ত ভট্টাচার্য, সিপিআই এর রফিক আহমেদ, এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের অজয় রায়, সি পি আই এম এল (লিবারেশন) এর অসীম নাথ, এ আই ইউ ডি এফ এর অরুণ কুমার দে, বি ডি এফ এর জয়দীপ ভট্টাচার্য এবং সি আর পি সি সি'র কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্হ, সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য এবং সম্পাদক হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চন্দ্র নাথ, দীপঙ্কর চন্দ, আইনজীবী আলী রাজা ওসমানী, আইনজীবী আব্দুল হাই লস্কর, ডা. এম শান্তি কুমার সিংহ, উত্তম কুমার সাহা, রঞ্জিত চৌধুরী, মিন্টু শীল, মানস দাস, সি আর পি সি'র সমীরণ চৌধুরী, আমরা বাঙালির সমর পাল, জনজাগরণ মঞ্চের মৃন্ময় কুমার নাথ, ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস এর আহ্বায়ক সুজিত রায়, জয়ন্ত সিকদার, সৌম্যব্রত রায়, বিশ্বজিত শর্মা, কেএসএইচ উমানন্দ সিংহ, মতিলাল সিংহ, লুৎফর রহমান বড়ভূইয়া, পুলক সেন, অসীম চৌধুরী, বিশ্বজিত ভট্টাচার্য প্রমুখ।
সংবাদদাতা
বিজিত কুমার সিংহ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.