Header Ads

মণিপুরের ঘটনায় প্রতিবাদ গুয়াহাটি তে

*মণিপুরের ঘটনায় বিরামহীন প্রতিবাদ আজ ও অব্যাহত গোটা উত্তর - পূর্ব জুড়ে!*

সানি রায়, গৌহাটি: মণিপুরের মহিলাদের উপর পৈশাচিক নির্যাতনে অভিযুক্ত অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদান এবং সরকারী ষড়যন্ত্রের ফলে সৃষ্টি হওয়া গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত মণিপুর রাজ্যে অবিলম্বে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কার্যসূচির পালন করা হয় গুয়াহাটির উলুবাড়ীতে৷ সম্প্রতি, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও(AIDYO),ছাত্র সংগঠন এ আই ডি এস ও (AIDSO)এবং মহিলা সংগঠন এ আই এম এস এস ’র (AIMSS) যৌথ উদ্যোগে প্রতিবাদ কার্যসূচিতে মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণ এবং হত্যার মতো জঘন্য ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তি প্রদান সহ মণিপুরে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার দাবীতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলেন সংগঠনগুলোর সদস্যরা৷ বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন মহিলা সংগঠন এ আই এম এস এস ’র আসাম রাজ্য কমিটির সহ-সম্পাদিকা স্বর্ণলতা চলিহা, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র রাজ্য কমিটির সহ-সভাপতি জীতেন্দ্র চলিহা এবং ছাত্র সংগঠন এ আই ডি এস ও’র রাজ্য সভাপতি প্রজ্জোল দেব প্রমুখ৷ বক্তারা মণিপুরে সংগঠিত পাশবিক ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বলেন, মণিপুরের বিজেপি সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজ্যে শাসন করতে চাইছে৷ সরকারের ভুল নীতির ফলেই গোষ্ঠী সংঘর্ষ সংগঠিত হচ্ছে। মণিপুরের এই ভয়াবহ পরিস্থিতিতেও দেশের প্রধানমন্ত্রীর নীরব ভূমিকারও তীব্র সমালোচনা করেন বক্তারা৷ মণিপুরের জনগণকে ঐক্য, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবীতে বামপন্থী ভাবধারায় তীব্র আন্দোলন গড়ে তোলার কঠোর হুঁশিয়ারি দেন এদিনের প্রতিবাদকারী সংগঠন ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.