ডা,অমলেন্দু চক্রবর্তী র অপমানের বিরুদ্ধে গৌহাটি বিশ্ব বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী সরব
নয়া ঠাহর। , উপাচার্য অমলেন্দু চক্রবর্তীর অপমানের বিরুদ্ধে সরব হলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের তাঁর শতাধিক ছাত্র-ছাত্রী!
✍🏻✍🏻✍🏻
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হোজাইর একজিকিউটিভ কাউন্সিলের একটি সভাতে হোজাইর বিধায়ক উপাচার্যকে অত্যন্ত কদর্যভাবে মনিবসুলভ অপমান করবার একটি সংবাদে সারা অসমেই প্রতিবাদের ঝড় উঠেছে। সবচাইতে ব্যথিত বোধ করেছেন উপাচার্যের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্মজীবনের ছাত্রছাত্রীরা। সারা অসমে ও অসমের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখা তাঁর ছাত্রছাত্রীরা একটি গণ স্বাক্ষর সম্বলিত স্মারক পত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা অসমের রাজ্যপাল গুলাব চান্দ কাটারিয়াকে দিয়েছেন। ড০ সঞ্জয় ভট্টাচার্য, ড০ দেবাশিস ভট্টাচার্য, ড০ সুশান্ত কর, ড০ কান্তার ভূষণ নন্দী, ড০ কাশীনাথ চক্রবর্তী, ড০ শান্তনু রায় চৌধুরী, ড০ কাশীনাথ চক্রবর্তী, ড০ দুর্বা দেব, ড০ রীতা পোদ্দার, ড০ জয়িতা দাস, নাহিম মজুমদার, ড০ জাহ্নবী দাস, ড০ মীনাক্ষী পাল, শেলী দত্ত, মাসুমা বেগম তাপাদার প্রমুখ ১৪৬ জন ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের কর্ম পরিষদ তথা একজিকিউটিভ কাউনসিল থেকে হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষকে অবিলম্বে অপসারন এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
ছাত্রছাত্রীরা ই-মেল যোগে রাজ্যপালের কাছে জমা দেওয়া স্মারক পত্রটি আমরা সবার স্বাক্ষর সহ প্রকাশ করছি।
***
সমীপে
মাননীয়
শ্রীযুক্ত গুলাব চান্দ কাটারিয়া তারিখ-২৭ জুলাই, ২০২৩
মহামহিম রাজ্যপাল, অসম এবং
আচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই।
বিষয়: রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সভাতে স্থানীয় বিধায়ক দ্বারা উপাচার্যের
অপমানের প্রতিবাদ।
মহোদয়,
নমস্কার গ্রহণ করবেন। আমরা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সাম্প্রতিক একটি সভাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্থানীয় বিধায়ক কর্তৃক কদর্যভাবে অপমান করবার একটি সংবাদ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এই সংবাদ দেখা অব্দি আমাদের সতীর্থদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বেদনার সঞ্চার হয়েছে।
মহোদয়, বিশ্ব কবির নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় অসমের গৌরবে এক নতুন পালক জুড়বে এবং বিদ্যায়তনিক বিশ্বকে উজ্জ্বল আলোয় আলোকিত করবে বলে আমরা সবাই গভীরভাবে বিশ্বাস করি। কিন্তু বিগত কিছুদিন ধরে উপাচার্যের প্রশাসনিক কাজ ঘিরে নানা মহলের চাপ এবং হস্তক্ষেপের ধরণ এবং কর্ম পরিষদ সদস্য তথা বিধায়কের এহেন মনিবসুলভ আচরণ আমাদের হতাশ করেছে। এটা প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারকেই প্রত্যাহ্বান জানিয়েছে।
অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী তাঁর কর্মজীবনের প্রায় শেষের দিকে রয়েছেন। সমগ্র অসমে এবং অসমের বাইরেও বিশ্বজুড়ে তাঁর সহস্রাধিক গুণমুগ্ধ ছাত্র-ছাত্রী তো রয়েইছেন; তৎসঙ্গে একজন বিদ্বান সুরসিক বাগ্মী বলে তাঁর হাজারো গুণমুগ্ধ শ্রোতা যেমন রয়েছেন, তেমনি বহু গৱেষণা গ্রন্থের প্রণেতা বলে রয়েছেন বিদ্বান পাঠকও। অসমের বিদ্যায়তনিক এবং বৌদ্ধিক জগতের এমন এক পুরোধা ব্যক্তির সঙ্গে এহেন আচরণ এই ধারণার জন্ম দেয় যে কিছু মানুষ বিদ্যার ওজন বুঝতে অসমর্থ।
হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষ রাজদরবারের লোক, যদিও রাজা নন। একটি বহু প্রচলিত সংস্কৃত প্রবাদ আছে ‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে।"এই বিধায়ক সেই প্রবাদ বিস্মৃত হয়ে যে আচরণ করছেন, তা বিশ্ববিদ্যালয় এবং বিদ্বৎসমাজের গরিমাকেই আঘাত করেছে।
আমরা উদ্বেগের সঙ্গেই লক্ষ করছি যে রাজ্যের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে নানান মন্তব্যের মাধ্যমে সরকারি শিক্ষাব্যবস্থা পতিত হয়েছে বলে ধারণা তৈরি করা হচ্ছে এবং পতনের সব দায় শিক্ষক সমাজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। পুরো সমাজকে বিশ্বাস করানো হচ্ছে শিক্ষকেরাই সব নষ্টের মূল। শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট পক্ষগুলির মতামতের পরিসর বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি, সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষককে ধমক খেতে, মন্ত্রীর পেছনে শিক্ষককে ফাইল নিয়ে দৌড়াতে বাধ্য হতে, প্রশাসনিক কর্তার হাতে অধ্যাপককে চড় খেতে, এবং অধ্যাপকদের বহুর মাথাতে 'মাল'নেই -- এহেন রুচিহীন মন্তব্যও আমরা শুনেছি। এই যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, বিধায়ক রামকৃষ্ণ ঘোষের আচরণ এর থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এই সামগ্রিক পরিবেশের ধারাবাহিকতাতেই তার এই উদ্ধত আচরণকে বিবেচনা করা চলে। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে, কিছু লোক ধরেই নিয়েছেন যে শিক্ষকদের দোষারোপ আর হেনস্থা করা তাদের সাংবিধানিক অধিকার! এই পরিস্থিতি রাজ্যের সামগ্রিক শৈক্ষিক পরিবেশকে কলুষিত করছে। আর, তার বিপরীতে শিক্ষকদের অধিকার এবং মর্যাদার বহু প্রশ্ন রাজ্যে অমীমাংসিত থেকে যাচ্ছে।
আমরা জানি না আসলে কী ঘটেছিল, তবে বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে মনে হয়েছে, উপাচার্য কোনো একটি কাজ বিধায়ককে না জানিয়ে করে ফেলেছেন। সংশ্লিষ্ট বিধিবদ্ধ সভাগুলিতে পরবর্তীকালে অনুমোদনের শর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার রাখেন। তবুও, যদি এক্ষেত্রে কোনো প্রশাসনিক ত্রুটি হয়েও থাকে, তবে একজন কর্ম পরিষদ সদস্যের (বিধায়ক) সামনে গণতান্ত্রিক এবং আইনি পথ খোলা ছিল; সে পথে না গিয়ে বিধায়ক এমনভাবে উপাচার্যকে তিরস্কার করলেন যেন উপাচার্য তাঁর অধস্তন কর্মচারী!
এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা আমাদের শিক্ষকের সঙ্গে এহেন গর্হিত আচরণের ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী আজও আমাদের শিক্ষক, তি্নি আমাদের বিদ্যায়তনিক কাজকর্মের প্রেরণা- উৎস। আমরা এই ঘটনাকে আমাদের নিজেদের অপমান বলে মনে করি।
উপরের প্রসঙ্গের আলোকে মহোদয়ের কাছে আমাদের বিনীত নিবেদন, অনতিবিলম্বে হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সদস্যপদ থেকে অপসারণ করুন। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে কর্ম-পরিষদের এই অভব্য সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
আমাদের আশা, মহোদয়ের বিবেচনাপ্রসূত বিধান রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং শৈক্ষিক পরিবেশের মর্যাদা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে।
ইতি।
আপনার বিশ্বস্ত,
গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষে-
১।১) ড°দেবাশিস ভট্টাচার্য, অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর
২) ড°সঞ্জয় ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, গৌহাটি বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
৩) ড°জ্যোতির্ময় সেনগুপ্ত,সহযোগী অধ্যাপক, প্রাগজ্যোতিষ কলেজ, গুয়াহাটি
৪) রেশ্মী বীর,গবেষক, বাংলাবিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
৫) সান্ত্বনা সেন চৌধুরী,অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক, ডি.ডি.আর কলেজ, চাবুয়া
৬) শেলী দত্ত,সহকারী অধ্যাপক, তিনসুকিয়া কলেজ, তিনসুকিয়া
৭) জয়িতা দাস, সহযোগী অধ্যাপক, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই
৮) ড° সুশান্ত কর,সহযোগী অধ্যাপক, তিনসুকিয়া কলেজ, তিনসুকিয়া
৯) চন্দ্রিমা ভট্টাচার্য,সহকারী অধ্যাপক, ডি.ডি.আর কলেজ, চাবুয়া
১০) যতন সাহা,সহকারী অধ্যাপক, লঙ্কা মহাবিদ্যালয়, লঙ্কা
১১) তমালিকা সান্যালগবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
১২) অভীক মণ্ডল, অনুবাদক, অসম সর্বশিক্ষা অভিযান মিশন, কাহিলিপাড়া, গুয়াহাটি
১৩) চণ্ডিকা দাস, পিজি টিচার, সেন্ট্রাল পাবলিক স্কুল, পাথারকান্দি, করিমগঞ্জ
১৪) ঝুমন সূত্রধর,গবেষক, বাংলাবিভাগ, গৌহাটিবিশ্ববিদ্যালয়
১৫) মম্পি গুপ্ত, সহকারী অধ্যাপক, আর্য বিদ্যাপীঠ কলেজ( স্বশাসিত), গুয়াহাটি
১৬) ড° দেবব্রত দত্ত, সহযোগী অধ্যাপক, বি.এইচ.কলেজ, হাউলি
১৭) ড° বিষ্ণু চন্দ্র দে, সহকারী অধ্যাপক, এন.সি.কলেজ, বদরপুর
১৮) ড° সুমিতা ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, আর্য বিদ্যাপীঠ কলেজ( স্বশাসিত), গুয়াহাটি
১৯) ড° পূর্ণিমা সাহা, সহকারী অধ্যাপক, আর্য বিদ্যাপীঠ কলেজ( স্বশাসিত), গুয়াহাটি
২০) ড° শ্রাবণী ভদ্র, সহযোগী অধ্যাপক, কে.সি.দাস কমার্স কলেজ, গুয়াহাটি
২১) পঙ্কজ দেব, সহকারী অধ্যাপক, কে.বি.আর.ডি কলেজ, ওরাং
২২) শাওন রায়, সহকারী অধ্যাপক, কমার্স কলেজ, তিনসুকিয়া
২৩) ড° মীনাক্ষী পাল, সহকারী অধ্যাপক, হাফলং গভর্নমেন্ট কলেজ
২৪) সুজন সাহা,গবেষক, বাংলা বিভাগ, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
২৫) মাসুমা বেগম তাপাদার,অতিথি অধ্যাপক, সন্দিকৈ বালিকা মহাবিদ্যালয়, গুয়াহাটি
২৬) সুচরিতা দাস,অতিথি অধ্যাপক, কে.আর.বি গার্লস কলেজ, গুয়াহাটি
২৭) সঙ্গীতা নন্দী, সহকারী অধ্যাপক, লঙ্কা মহাবিদ্যালয়, লঙ্কা
২৮) ড° পাপড়ি পাল, সহকারী অধ্যাপক, তেজপুর কলেজ, তেজপুর
২৯) সৌরভ সাহা অতিথি অধ্যাপক, সাপটগ্রাম কলেজ
৩০) অমৃতা সিকদার, সহকারী অধ্যাপক, বঙ্গাইগাঁও কলেজ
৩১) ড° সঞ্জয় চন্দ্র দাস,সহকারী অধ্যাপক, পাণ্ডু কলেজ, গুয়াহাটি
৩২) কাবেরী মুখার্জি,অতিথি অধ্যাপক, রাঙাপাড়া কলেজ
৩৩) অনিমেষ দাস, গবেষক, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
৩৪) মৌমিতা দে, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৩৫) সুস্মিতা দাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৩৬) প্রিয়াঙ্কা আচার্য,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৩৭) ড°জাহ্নবী দাস,সহযোগী অধ্যাপক, লামডিং কলেজ
৩৮) ড০ অভিজিৎ চক্রবর্তী, সহকারী অধ্যাপক, টংলা কলেজ
৩৯) রূপালী মালাকার, সহকারী অধ্যাপক, মরিয়ানি কলেজ, যোরহাট
৪০) প্রিয়াশা নাথ লস্কর, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৪১) প্রভাতী রাজকুমারী,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৪২) নিকিতা রায়, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৪৩) অভিজিৎ সাহা, সহকারী অধ্যাপক, দুলিয়াজান কলেজ
৪৪) জয়া ঘটক,সহযোগী অধ্যাপক, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই
৪৫) প্রিয়াঙ্কা চ্যাটার্জি,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৪৬) স্নেহা ভট্টাচার্য, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৪৭) ড° আনন্দ ঘোষ, সহকারী অধ্যাপক, জি.এল.সি কলেজ, বরপেটা রোড
৪৮) শিবশঙ্কর বিশ্বাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৪৯) শিবানী দে,সহকারী অধ্যাপক, এল.সি.বি.কলেজ, গুয়াহাটি
৫০) রেজাউল হক, সহকারী শিক্ষক, দিনহাটা হাইস্কুল, কোচবিহার
৫১) মন্টি বিশ্বাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৫২) জুহি দাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৫৩) অর্পিতা নাথ,পিজি টিচার, প্রণবানন্দ বিদ্যামন্দির, লামডিং
৫৪) পম্পি দে,গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গৌহাটি
৫৫) উৎপলা দাস, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৫৬) মৌমিতা পাল,গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
৫৭) হানিফ আলি,সহকারী শিক্ষক, দেউচরাই হাইস্কুল, পশ্চিমবঙ্গ
৫৮) মফিজুল শেখ,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৫৯) ড° বরুণ কুমার সাহা, সহকারী অধ্যাপক, গোহাটি বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
৬০) প্রশান্ত মণ্ডল, সহকারী অধ্যাপক, সি.কে.বি.কমার্স কলেজ, যোরহাট
৬১) অনামিকা দাস, শিক্ষক, বিবেকানন্দ বিদ্যালয়, ডিগবয়
৬২) সুনন্দা ঘোষ,গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়
৬৩) ড০ দূর্বা দেব,সহযোগী অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর
৬৪) শাহিদা বেগম, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৬৫) সুব্রত রায়, সহকারী অধ্যাপক, বঙ্গাইগাঁও কলেজ
৬৬) বাপন দাস, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৬৭) রিম্পি ভাওয়াল,সহকারী শিক্ষক, টংলা মডেল হাইস্কুল
৬৮) বিজয়া দাস,সহকারী শিক্ষক, টংলা মডেল হাইস্কুল
৬৯) জয়া দাস, সহকারী শিক্ষক, টংলা মডেল হাইস্কুল
৭০) হিমবন্ত সাহা, সহকারী শিক্ষক, সরভোগ রেলওয়ে কলোনি হাইস্কুল, সরভোগ
৭১) নাহিম মজুমদার,সহযোগী অধ্যাপক, লঙ্কা মহাবিদ্যালয়
৭২) বাপন দেবনাথ, সহকারী অধ্যাপক, আর্য বিদ্যাপীঠ কলেজ( স্বশাসিত), গুয়াহাটি
৭৩) উপমা ভট্টাচার্য,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৭৪) ড° কান্তার ভূষণ নন্দী,সহযোগী অধ্যাপক, এল. ও.কে.ডি.কলেজ, ঢেকিয়াজুলি
৭৫) অস্মিতা রায়,সহকারী শিক্ষক, শান্তিপাড়া বেঙ্গলি হাইস্কুল, ডিব্রুগড়
৭৬) সুশান্ত কুমার কর্মকার,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৭৭) ড০ রিন্টু দাস, অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর
৭৮) অনিন্দিতা সাহা,গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়
৭৯) বিশ্ব ধর,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৮০) মিহির মজুমদার, সহকরী অধ্যাপক, আর.জি.বরুয়া কলেজ, গুয়াহাটি
৮১) প্রাণজিৎ সরকার, গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
৮২) অশোক কুমার রায়, গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
৮৩) ড০ রীতা পোদ্দার, সহযোগী অধ্যাপক, ডি.এইচ.এস.কে কলেজ, ডিব্রুগড়
৮৪) রাজেশ অধিকারী, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৮৫) জয়শ্রী চক্রবর্তী,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৮৬) শ্রেয়সী ভৌমিক,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৮৭) সুজিত সরকার,গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়
৮৮) দীপ্তি সাহা,অতিথি অধ্যাপক, প্রাগজ্যোতিষ কলেজ,গুয়াহাটি
৮৯) রসিক মিঞা, গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়
৯০) সমীর শর্মা,গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
৯১) দীপঙ্কর সাহা, গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়,গুয়াহাটি
৯২) প্রতিমা ভৌমিক,অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক, উইমেনস কলেজ, তিনসুকিয়া
৯৩) প্রিয়া দে,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৯৪) ড০ মহুয়া চাটার্জী, সহযোগী অধ্যাপক, এল. ও.কে.ডি কলেজ, ঢেকিয়াজুলি
৯৫) প্রিয়াঙ্কা রায়,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৯৬) মমি দাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৯৭) পিয়ালী দে,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৯৮) আনালি দে,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
৯৯) উত্তরা সেন,পিজি টিচার, ইস্টার্ন ভ্যালি কলেজ, গুয়াহাটি
১০০) মদন কান্তি বিশ্বাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১০১) টুম্পা রায়,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলাবিভাগ
১০২) নিবেদিতা বণিক্য, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১০৩) খোকন সাহা, সহকারী শিক্ষক, পুটিমারি হাইস্কুল, কোচবিহার
১০৪) মলয় ভৌমিক, সহকারী শিক্ষক, শিতলকুচি হাইস্কুল, পশ্চিমবঙ্গ
১০৫) মামুনি নাহা, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১০৬) প্রিয়া দাস,প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১০৭) মাম্পি দেবনাথ, অতিথি অধ্যাপক, চিলারায় কলেজ, ধুবড়ি
১০৮) শিল্পী দত্ত দেব, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১০৯) ডo হরিচন্দ্র দাস,সহকারী শিক্ষক, রথেরহাট হাইস্কুল, পশ্চিমবঙ্গ
১১০) বীথিকা দত্ত, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১১১) বিজুলি মজুমদার, প্রাক্তন ছাত্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ
১১২) ডo সৈকত রাউত, অতিথি অধ্যাপক, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই
১১৩) অশ্বিনী শর্মা, গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১১৪) হিমাদ্রি শেখর চক্রবর্তী,সহকারী অধ্যাপক, ধিং কলেজ, নগাঁও
১১৫) সুব্রত সাহা, গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
১১৬) ঝিঙ্কু পাল বসু, গবেষক, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১১৭) মহীতোষ চক্রবর্তী, সহকারী অধ্যাপক, আর.কে.নগর কলেজ, করিমগঞ্জ
১১৮) তপতী দত্ত, সহকারী অধ্যাপক, আর.জি.বরুয়া কলেজ, গুয়াহাটি
১১৯) নবনীতা পাল, প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১২০) সঞ্চয়িতা পাল, অতিথি অধ্যাপক, এ.ডি.পি কলেজ, নগাঁও
১২১) অঞ্জন পাল, সহকারী অধ্যাপক, লামডিং কলেজ
১২২) ত্রয়ী দাস,প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১২৩) জয়া সূত্রধর,সহকারী শিক্ষক, শান্তিপাড়া বেঙ্গলি হাইস্কুল, ডিব্রুগড়
১২৪) ডo শান্তনু রায়চৌধুরী, সহযোগী অধ্যাপক, পাণ্ডু কলেজ, গুয়াহাটি
১২৫) ডo অঙ্কিতা মিশ্র, সহকারী অধ্যাপক, লামডিং কলেজ
১২৬) ড০ টিটন রুদ্রপাল, সহকারী অধ্যাপক, পি.ডি.ইউ গভর্নমেন্ট কলেজ, হাইলাকান্দি
১২৭) ড০ সুদীপ কুমার দাস,সহযোগী অধ্যাপক, কাছাড় কলেজ, শিলচর
১২৮) অনিন্দিতা চাটার্জী, প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১২৯) সুপ্রিয় মল্লিক,প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৩০) ঋতুপর্ণা চৌধুরী,ভিজিটিং টিচার, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়
১৩১) সমীর সাহা,গবেষক, কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি
১৩২) দীক্ষিতা দে,প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৩৩) ইন্দ্রাণী ভট্টাচার্য,সহকারী অধ্যাপক, জাগিরোড কলেজ, জাগিরোড
১৩৪) সুচিত্রা চাটার্জী, এ.টি.সাকের উদ্দিন মেমোরিয়াল এল.পি. স্কুল, ধুবড়ি
১৩৫) সুরজিত সাহা,গবেষক, কটন বিশ্ববিদ্যালয়,গুয়াহাটি
১৩৬) গীতিকা দাস, সহকারী অধ্যাপক, এল ও কে ডি কলেজ, ঢেকিয়াজুলি
১৩৭) সুদীপ বসাক,প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৩৮) নির্মিতা নাথ, সহকারী অধ্যাপক, বি এন কলেজ ধুবড়ি
১৩৯) রঞ্জন কুমার ভট্টাচার্য, অধ্যক্ষ, নারায়ণনাথ উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়, করিমগঞ্জ
১৪০) বর্নালী দাস, প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৪১) অদ্বিতীয়া ঘোষ, প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৪২) মৌমিতা পাল, গবেষক, কটন বিশ্ববিদ্যালয়,গুয়াহাটি
১৪৩) কল্পনা দত্ত ধর, সহকারী অধ্যাপক, কে সি দাস কমার্স কলেজ, গুয়াহাটি
১৪৪) সুদীপ্তা চাটার্জি, প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৪৫) রাজেশ অধিকারী, প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
১৪৬) ড০ কাশীনাথ চক্রবর্তী, সহকারী অধ্যাপক, শংকরদেব কলেজ, শিলং
***
কোন মন্তব্য নেই