Header Ads

ভারতের জাতীয় প্রাণী বাঘের সঙ্গে বুনো হাতি দের একই বনে রাখার কেন্দ্রীয় নির্দেশ।

অমল গুপ্ত  কলকাতা প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী  তার   সাধের  চিতা  বাঘ   প্রকল্প  আজ  প্রশ্নের  মুখে,   সেই সঙ্গে  বাঘ  হাতি  একই  জায়গায়  রাখার  প্রস্তাব  জাতীয় পশু  বাঘ  কি   ভবিষ্যতে  জাতীয় পশু  হিসাবে   নিজেদের  রক্ষা  করতে পারবে  কি?  প্রধানমন্ত্রী  নিজের  চেষ্টায়     আফ্রিকা  থেকে 20 টি  চিতা  বাঘ আমদানি   করা হয়. 'তা    মধ্য প্রদেশের  কুনো  সংরক্ষিত ফরেস্ট  এ রাখা  হয়.তার মধ্যে  তিনটি  মারা  যায়  একটি  চিতা  সন্তান  প্রসব  করে বলে সংবাদ  সংস্থার  খবর...।একটি চিতা প্রায়  দেড়শো   কিলোমিটার পর্যন্ত  এলাকা  ঘুরে ফিরে  শিকার  ধরে. বাঘের  এলাকা  20,25 কিলোমিটার  ।কুনো  ফরেস্ট  এলাকা চিতা  রাখা  হলে বাঘের  অসুবিধা  হচ্ছে   বাঘের. সংরক্ষিত.  কুনো  ফরেস্ট   থেকে  বাঘ    সরানো। কয়েকটি  বাঘ  কে    ঘুম পাড়ানি গুলি ছুড়ে  ধরে  অন্য ফরেস্টে পাঠানো হয়েছে। ওপর দিকে  হাতি  দের  চারিত্রিক  বৈশিষ্ট  স্বাধীন    সত্তা  অন্য প্রাণীদের  কাছে  ভিতে মানতে পারেনা. তাদের সঙ্গে এবার  জাতীয় পশু  বাঘ কে রাখা হবে.,পারস্পরিক  সংঘর্ষ   হবে. ।অসমের কাজী রাঙা  ফরেস্ট  প্রায়  দেড়শো  বাঘ দের  সঙ্গে  হাজারের  বেশি হাতি আর সঙ্গে  বিশ্বের  এক   বিরল প্রজাতির  দু  হাজারের  বেশি  গন্ডার   আছে  ।  বিশেষজ্ঞ  রা বলেছেন  একসঙ্গে  বাঘ  হাতি  থাকতে  পারেনা.  তবে গন্ডারের  থাকার   অসুবিধা  নেই. ।তাদের  ধীর স্থির  গতি নিরামিষ   শুধু  ঘাস পাত খেয়ে   বেঁচে  তাকে. । বাঘের  খাদ্য  হিসাবে  কাজী রাঙা  তে কয়েক  হাজার  বিভিন্ন  প্রজাতির  হরিণ বুনো  শুয়োর  মোষ   আছে। কাজী রাঙা  র বড় সমস্যা  বছরের  বন্যা  তাতেই  প্রতিবছর  কয়েকশো  প্রাণী    ডুবে. মরে  আর শিকারী র  হাতে  প্রাণ হারায়.. 37 নাম্বার জাতীয়।  কাজী রাঙা  মধ্যে দিয়ে  গিয়েছে. ।প্রতিবছর গাড়ির  চাপায়  মারা যায়  বহু প্রাণী।

.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.