Header Ads

Lamding রেলওয়ে বিদ্যালয়ের বাংলা মাধ্যম তুলে দেওয়ার প্রতিবাদ

লামডিঙ এর ঐতিহ্যবাহী বিদ্যালয়ে বাঙলা মাধ্যম বন্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
--------------------------
সঞ্জিত সরকার, হোজাই, ৩জুন : বৃহত্তর হোজাই মহকুমার একমাত্র ও অন্যতম রেল শহর লামডিঙ এর ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পড়াশুনা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়েছে ৷১৯৩২ সালে ইংরেজ শাসনকালে লামডিঙয়ের বাংলাভাষী শিক্ষানুরাগীরা তাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে সমাজের বৃহত্তর স্বার্থে তিলতিল করে গড়ে তুলেছিলেন আজকের এই রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ৷ দেশ স্বাধীন হওয়ার ঠিক পরপরই অর্থাৎ ১৯৪৮সালে রেল কর্তৃপক্ষ বিদ্যালয়টি 
অধিগ্রহন করেন ৷ কিন্ত হঠাৎ করে কাউকে না জানিয়ে দুম করে ২০২১সালে বিদ্যালয়ের কিছু 
সার্থান্বেসী শিক্ষক-শিক্ষিকা সু-পরিকল্পিত ভাবে বিদ্যালয়টিতে বাঙলা মাধ্যম বন্ধ করে দিয়ে 'সি বি এস ই' অনুমোদন হওয়ার মিথ্যা প্রচার করে 'বাংলা মাধ্যম'এর শিক্ষার্থীদের ইংরাজী মাধ্যমে পরিবর্তন করতে শুরু করে৷ বিদ্যালয় কর্তৃপক্ষ সহ একাংশ শিক্ষক-শিক্ষিকার এহেন স্বরযন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আজ ' মাতৃভাষা সুরক্ষা সমিতি'(যৌথমঞ্চ)র উদ্যোগে 
লামডিং স্থিত রেলের ডি আর এম কার্যালয়ের সন্মুখে সমিতির সদস্য এবং অভিভাবক সহ শতাধিক প্রতিবাদকারী ধর্না কার্যসুচী পালন করেন৷ ধর্না শেষেমাতৃভাষা সুরক্ষা সমিতি'(যৌথমঞ্চ)র চেয়ারম্যান রূপন দাস স্বাক্ষরিত এক স্মারকপত্র ডি আর এম' এর উদ্দেশ্যে প্রেরণ করা হয় ৷  স্মারকপত্রে রেল কর্তৃপক্ষকে এক প্রকার হুশিয়ারি দিয়ে অবিলম্বে লামডিঙ এর ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স-সন্মানে ফের বাংলা মাধ্যম প্রবর্তন করার জোড়ালো দাবী জানানো হয় ৷ অন্যথায় লামডিঙ বাসীর তথা বাংলাভাষীদের ন্যায্য দাবী আদায়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে স্পস্ট ভাষায় জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য,গত ১৩ফেব্রুয়ারী'২০২৩তারিখে উত্তর পুর্ব সীমান্ত রেলের তৎকালীন জেনারেল মেনেজার আনশূল গুপ্তা বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক প্রকাশ্য সভায় বাংলা মাধ্যমের সমস্ত ক্লাসে নতুন করে ছাত্র-ছাত্রী ভর্তি করার জন্য প্রকাশ্যে নির্দেশ প্রদান করেন ৷ এরপরও কোন অদৃশ্য  বাঙ্গালী বিরোধী চক্রের অঙুলী হেলনে লামডিঙ রেল কর্তৃপক্ষ বাঙ্গালী বিরোধী অভিযানে উদ্যত আছেন তা রহস্যের সৃষ্টি করেছে৷ তবে যাই হোক লামডিঙ তথা বৃহত্তর হোজাই মহকুমাবাসীর গর্বের তথা ঐতিহ্যবাহী ' লামডিঙ রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ' ফের স-সন্মানে বাঙলা মাধ্যমে পড়াশুনা চালু না হওয়া পর্যন্ত এতদ এলাকার তীব্র গণরোষ যেকোন দিন এক বিরাট আকার ধারণ করতে পারে বলে সচেতন মহলের অভিমত ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.