Header Ads

Lamding রেলওয়ে হাইস্কুলের বাংলা মাধ্যম তুলে দেওয়া হল

  Bijoy। chakraborty।  hojai। লামডিং রেলওয়ে হাই স্কুল জন্মলগ্ন থেকে বাংলা মাধ্যমের বিদ্যালয়।হটাৎ করে স্কুল কর্তৃপক্ষ কাউকে কিছু না বলে মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।লামডিং বাসী সচেতন নাগরিক কর্তৃপক্ষের এই সেচ্চাচারিতার বিরুদ্ধে ফুসছিলেন।আজ তাঁরা মাতৃভাষা সুরক্ষা সমিতির নেতৃত্বে বিদ্যালয়ের মূল ফটকের সামনে মাধ্যম পরিবর্তনের বিরুদ্ধে ধর্ণায় বসেছেন।আমার নিমন্ত্রণ ছিল।ধর্ণায় বসব বলে কথাও দিয়েছিলাম।কিন্তু পূর্ব নির্ধারিত অন্য একটি কর্মসূচিতে যেতে বাধ্য হওয়ায় এই গুরুত্বপূর্ণ ধর্ণায় বসতে পারলাম না।তাই, ক্ষমা প্রার্থনা করছি।কিন্তু, আমার অন্তর লামডিঙের ধর্ণায় পড়ে আছে।আগামীর কার্যসূচিতে অবশ্যই অংশ নেব।বাংলাভাষা আমার মায়ের ভাষা।"এই ভাষাতেই নিতাই গৌরা আনলো দেশে ভক্তির ধরা।"
ইতি
বিজয় চক্রবর্তী।
সাধারন সম্পাদক
অসম নাগরিক মঞ্চ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.