Header Ads

বারবার interloking সিস্টেম হস্তক্ষেপ করার ফলে ভয়ঙ্কর দুর্ঘটনা বলছে সিবিআই

অমল গুপ্ত ,কলকাতা:বারবার interloking সিস্টেম  হস্তক্ষেপের জন্যে   দুর্ঘটনা সিবিআই প্রাথমিক তদন্তে এই দাবি করেছে।টাইমস অফ ইন্ডিয়া  আজকের খবরে বলেছে" deli berate interference with system this cause accident", বলেছে সিবিআই। আজকের খবর আজও হ্যা আজও  ঘটনার ৫ দিন পর  বহু পচা গলা মরদেহ তথাকথিত মর্গে  অবহেলার সঙ্গে পড়ে আছে । উড়িষ্যা সরকার  শতাধিক। মরদেহ র ছবি প্রকাশ করেছে। ওয়েব সাইট  এ খুঁজে নিতে বলেছে আত্নীয় স্বজনদের। ছবি গুলি দেখে মনে হচ্ছে অধিকাংশ গরীব শ্রমজীবী শ্রেণীর  মানুষ। স্বজন হারানো গরীব মানুষ গুলো কি ওয়েব সাইট খুঁজে নিজের জন কে পাবেন। খবরে প্রকাশ বঙ্গের প্রায় ১০০জন  পরিযায়ী শ্রমিক অভিশপ্ত ট্রেনে কাজ করতে নতুবা চিকিৎসা করতে গিয়েছিলেন।তাদের কফিনবন্দি মরদেহ সত্যিই নিজের ঘরে ফিরে আসবে তো? রেলের মানবিক মুখ দায়িত্ত্ববোধ নেই। থাকলে  ঘটনার পাঁচদিন পরেও বিনা ফিজারে মৃতদেহ মর্গে পড়ে পচে গলে যেত না। দেশের  তথা বিশ্বের  সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক  যেখানে কর্মীর অভাবে ভুগছে।২১লাখ কর্মী ছিল । তিনলাখ ১১হাজার পদখালি ।যারা প্রচণ্ড গরমে লাইন ধরে হেঁটে হেঁটে লাইনের। নিরাপত্তা দেখভাল করে।তাদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।অধিকাংশ ঠিকা ভিত্তিক কর্মী।চাকরির নিশ্চয়তা নেই।  গুয়াহাটি, লামডিং স্টেশনের গরীব দোকানদারদের রাতারাতি সরিয়ে,বেশি টাকার বিনিময়ে অন্য পয়সাওয়ালা মানুষদের দোকান গুলি লিজে দেওয়া হল।রেলবাবুদের পকেট  ভারি  হল।দেশের গরীব মধ্যবিত্ত মানুষের কোন মূল্য নেই।এই মানুষগুলোর প্রতিভূ পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন।দক্ষিণ পশ্চিম রেলের, principal চিফ অপারেশনাল ম্যানেজার হরিশংকর বর্মা জোনের জেনারেল ম্যানেজার কে এক সতর্ক বার্তা দিয়ে সিগনালিং পয়েন্টের তালমিলের অভাবে দুর্ঘটনা হচ্ছে বলে চার মাস আগে জানিয়ে ছিলেন বলে,সংবাদ সূত্রে, জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার উড়িষ্যা যাচ্ছেন।যাবার আগে বলেন প্রকৃত দোষীদের আড়াল করার জন্যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে।অভিশপ্ত  স্টেশন ম্যানেজার এস কে পত্তনায়েক বলছেন তাদের সহকারীর কোন ভুল ছিল না।দায়িত্বে ছিলেন  সহকারী ম্যানেজার এস বি  মহন্ত।খুরদা  রেলওয়ে  ডিভিশনের ডি আর এম  আর রায় সিবিআই আর মত দাবি করেছে অর্ন্ত ঘাটের ফলেই দুর্ঘটনা । ইন্তেরলকিং হস্তক্ষেপ করা হয়েছে।প্রযুক্তির  জন্যে ত সম্ভব নয়।আজ রেল দেশের রিলে রুমে ডাবল লকিং সিস্টেম করার নির্দেশ দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.