Header Ads

বিশিষ্ট. শিক্ষক Dinesh Chandra Paul মারা গেলেন

বিশিষ্ট শিক্ষাবিদ দীনেশ চন্দ্র পালের মৃত্যুতে হোজাইতে শোকের ছায়া
--------------------------------------------
সঞ্জিত সরকার, হোজাই,৩জুন  ::  হোজাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ তথা হোজাইস্থিত অবিভক্ত নগাও জেলার বাঙলা মাধ্যমের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দেশবন্ধু বিদ্যপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভাইস-প্রিন্সিপাল দীনেশ চন্দ্র পালের মৃত্যুতে সমগ্র হোজাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ গতকাল দুপুর ২.৩০নাগাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ দীনেশ চন্দ্র পাল ৷ দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্য জনিত রোগে ভুগছিলেন তিনি৷ গতকাল দুপুরে ওনার শারিরীক অবস্থার অধিক অবনতি ঘটায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও শেষ রক্ষা হয় নি ৷ নিয়তির কাছে জীবন যুদ্ধে হেরে যান তিনি ৷ মৃত্যুকালে প্রয়াত পালের বয়স হয়েছিল ৮৪বছর ৷ মৃত্যুকালে স্ত্রী সহ তিন পুত্র ও অসংখ্য গুনমুগ্ধ প্রিয় ছাত্র-ছাত্রী রেখে গেছেন প্রয়াত শিক্ষাবিদ পাল ৷ অসাধারণ প্রতিভার অধিকারী প্রয়াত শিক্ষাবিদ পাল অত্যন্ত সাহসিকতার সাথে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন। ১৯৪০সালের ১জানুয়ারী শিলচর শহরে জন্ম গ্রহন করা প্রয়াত দীনেশ চন্দ্র পাল বরাকের সু-সন্তান রাজ্যের তৎকালীন দোর্দন্ডপ্রতাপ আই জি পি  অসীম রায়ের সহপাঠী ছিলেন ৷  প্রাক্তন সাংসদ তথা বরাক উপত্যকার বিশিষ্ট জননেতা কর্ণেন্দু ভট্টাচার্য ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি।  শিলচর গুরুচরণ কলেজ থেকে স্নাতক হয়ে জীবিকার তাগিদে তিনি হোজাই আসেন এবং দেশবন্ধু বিদ্যাপীঠে শিক্ষক হিসেবে যোগদান করেন। হোজাই প্রয়াত জননেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন রঞ্জন সরকারের সাথে দীনেশ চন্দ্র পালের অত্যন্ত ঘনিষ্টতা ছিল ৷ হোজাইর সামগ্রিক উন্নয়নের জন্য সব সময় সচেষ্ট থাকতেন তিনি ৷ হোজাইর বর্তমান বিধায়ক রামকৃষ্ণ ঘোষ প্রয়াত দীনেশ চন্দ্র পালের মৃত্যু সংবাদ পেয়ে ওনার বাড়ীতে গিয়ে নশ্বর দেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ৷ দেশবন্ধু বিদ্যপীঠে প্রয়াত শিক্ষাবিদের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় ৷  বিধায়ক ঘোষ সর্বজনপ্রিয় প্রয়াত শিক্ষাবিদ দীনেশ চন্দ্র পালের অন্তিম যাত্রায় সহস্র্র গুনমুগ্ধের সাথে সামিল হন ৷ সর্বজন প্রিয় শিক্ষাবিদ দীনেশ চন্দ্র পালের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন ওনার এক কালের সহকর্মী দেশবন্ধু বিদ্যাপীঠের প্রাক্তন অধ্যক্ষ প্রমোদ রঞ্জন দাস, শিক্ষাবীদ কমল দত্ত,প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, হোজাই প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিত সরকার সহ অনেকেই ৷ বিশিষ্ট শিক্ষাবিদ পালের মৃত্যুতে হোজাইর শিক্ষাজগতে যে বিরাট শুন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে ভরাট হবার নয় এবং এক অপুরনীয় ক্ষতি বলে তার  
গুণমুগ্ধরা ভারাক্রান্ত হৃদয়ে প্রকাশ করেন ৷ প্রয়াত শিক্ষাগুরু দীনেশ চন্দ্র পালের প্রতিভা, বুদ্ধিমত্তা এবং সমাজের প্রতি অবদান হোজাইবাসী কোনদিন ভুলতে পারবে না। হোজাইবাসীর কাছে ' দীনেশ স্যার' নামে খ্যাত সদ্য প্রয়াত শিক্ষাগুরু দীনেশ চন্দ্র পালের বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক এই প্রার্থনা জানিয়েছেন শোকাকুল হোজাইবাসী ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.