Header Ads

বাংলাকে অসমে সহকারী দ্বিতীয় ভাষা হিসাবে মেনে নেওয়ার আহবান

 নয়া ঠাহর. শিলচর. :আমাদের মাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সম্প্রতি বাঙালি ছাত্র যুব ফেডারেশনের অধিবেশনে বাঙালি জাতিসত্তার নতুন যে সংজ্ঞা দিলেন তাতে মনে হল তিনি গেইট,হার্টনের মত নৃতত্ত্ব বিদের উপরে উঠে গেছেন। জাতির সংজ্ঞা নৃতত্ত্ববিদরা বিভিন্ন সময় মস্তিষ্কের গঠন ইত্যাদির উপর ভিত্তি করে অভিমত দিয়েছেন।অসমে নতুন করে বাঙালি জাতিসত্তাকে বিকৃত করার প্রক্রিয়া আমরা বাঙালি অসম রাজ্য কমিটি সমর্থন করতে পারছে না। তিনি যে পদ্ধতিতে বাঙালির সংজ্ঞা নিরূপন করেছেন তা ইতিহাস সমর্থন করেনা।রাজনৈতিক কারণে কোন বিশেষ ভাষাভাষীর প্রাধান্য দেখিয়ে রাজনীতি করা যায় কিন্তু মানুষের মন করা জয় করা যায় না আপনি যে তথ্য খাড়া করেছেন সেই ক্ষেত্রে অসমীয়া যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করেন তারা নিজেদের পরিচয় যেমন বিকৃত করতে পারবেনা।বাঙালিরা ও চাপের কাছে নতি স্বীকার করে কেউ কেউ নিজেদের স্বার্থে ধান্দাবাজের আশ্রয় নিতে পারে, কিন্তু আসল সত্য বদলাবে না।অসমীয়া,বড়ো,কারবি,ডিমশা,
রাভা,সবার একটি জাতীয় পরিচয় আছে।অসম একটি বহুভাষিক রাজ্য এই সত্যতা অনেকেই মেনে নিতে পারছেন না।একটি ভাষা একটি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অসমীয়া নিজস্ব ভাষা সংস্কৃতি সমপন্নএকটি জাতি,সেই জাতীয় পরিচয় তাকে ভারতবর্ষে একটা বিশেষ স্থান করে দিয়েছে, আমরা চাই এই জাতিসত্তার আরো শ্রীবৃদ্ধি হোক আর বাঙালির সঙ্গে যে সম্পর্কের কথা তুলে ধরেছেন তা নিশ্চয়ই এক সমন্বয়ের বার্তা বহন করেছে ।
আমরা এই অভিব্যক্তির সম্মান করছি ।তার এই দৃষ্টিভঙ্গি শুধু রাজনৈতিক বক্তব্য না হয়ে সমস্ত ক্ষেত্রে যাতে প্রতিফলিত হয়,সেই আশা সেই কামনা করছি। চাকুরী ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আমরা বাঙালিরা বৈষম্যের শিকার ।পদে পদে অসমের সরকারি ভাষা আইনকে লংঘন করা হচ্ছে।আমরা আশা করি সরকার আমাদের সাঙবিধানিকও মৌলিক অধিকার সুনিশ্চিত করবেন।সর্বোপরি বলতে চাই আমরা অসমবাসী বাঙালি বঙ্গবাসী অসমীয়া নয়।সুতরাং অসমীয়া বুদ্ধিজীবীদের ওনিজস্ব জাতিসততা বিকরিত করার চেষ্টার বিরোধীতা করা উচিৎ। 
অসমীয়া একটি ভাষা সংস্কৃতি  সমপননো জাতি। অসমের সরকারী ভাষা অসমীয়া। নিজেদের অস্তিত্বের কোন সঙ্কট আছে বলে আমরা মনে করি না,তাই বাঙালীদের যথাযথ সম্মান দিয়ে, বাংলাকে অসমের সহকারী ভাষা হিসাবে মেনে নিলে, অসমীয়া ভাষা সংস্কৃতি আরো  সমরিদধো হবে। 
নিবেদক
সাধন পুরকায়স্থ 
সচিব, আমরা বাঙালী 
অসম রাজ্য কমিটি, শিলচর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.