Header Ads

রেল মন্ত্রী রেল দুর্ঘটনা ক্ষেত্রে ট্রেন চালু করা পর্যন্ত ছিলেন

শুধুমাত্র আইআইটির ইঞ্জিনিয়ার নন, ইউপিএসসি তে ৩৪নং স্থান অর্জন করে IAS অফিসার হয়েছিলেন। গতকাল সকাল ৫ টা থেকে রাত ১১ টা, ঠাঁয় পড়ে ছিলেন দুর্ঘটনাস্থলে! খাওয়া, ঘুম ভুলে...এই প্রখর রোদে। এর আগে কত রেল দুর্ঘটনা ঘটেছে, রেলমন্ত্রীরা ঘটনাস্থলে এসেছেন-গেছেন, এইভাবে একটানা কেউ থেকেছেন? ওই সব কথায় কাজ নেই। রাজনীতি করতে হবে না? সারাদিন দুর্ঘটনা নিয়ে পড়ে থাকলে চলবে? অশ্বিনী বৈষ্ণব সত্যিকারের রাজনীতিবিদ হতে পারলেন না, হতাশ করলেন রাজনৈতিক কারবারিদের!

ছবিটা দেখছেন? খুব চেনা ছবি। আপনি, আমি, আমাদের মতো অজস্র সাধারণ ভারতীয় স্বজন নিয়ে দুশ্চিন্তায় এভাবেই বসে থেকেছি, বসে থাকি, কোনও না কোনও হাসপাতালের বাইরে বা অন্য কোনও খানে। উৎকণ্ঠিত, বিমর্ষ মুখে। ফারাকটা হচ্ছে - ইনি অশ্বিনী বৈষ্ণব, ভারতীয় রেলমন্ত্রী। চাইলে হেলিকপ্টার চেপে দুর্ঘটনাস্থলে এসে, আমলা-কর্মচারীদের দু'চারটে আদেশ দিয়ে, মিডিয়াকে কয়েকটা বাইট দিয়ে, কিছু ষড়যন্ত্র তত্ত্ব আওড়ে, কিছু বিরোধীদের বিরুদ্ধে 'চক্রান্তের' দোষারোপ করে, কয়েকজন অফিসারকে সাসপেন্ড করে কেটে পড়তে পারতেন। কিন্তু করেননি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.