৫১ঘণ্টা পর উড়িষ্যার বাহানাগা থেকে তিনটি লাইন মেরামত করে ট্রেন ছুটল
অমল গুপ্ত। কলকাতা: , ব্ল্যাক শুক্রবার সন্ধ্যার সময় ভয়ঙ্কর কর মণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর আজ ট্রেন চালু হল।কিন্ত যাত্রীদের পচা গলা দেহ মর্গ গুলিতে অবহেলা র সঙ্গে পড়ে থাকলো।আজও বহু নিখোঁজ।বড় লজ্জার কথা মর্গ গুলিতে ফ্রিজার নেই। মরদেহ গুলিতে পচন ধরেছে। আত্মীয় স্বজন পাগলের মত হাতে ছবি নিয়ে ছোটাছুটি করছেন কোনো হেল্প পাচ্ছে না বলে ভুরি ভুরি অভিযোগ আসছে।রেল কর্তপক্ষ বন্দে ভারত নিয়ে চিন্তিত বেশি। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। সাধারণ ট্রেনের যাত্রীরা নিরাপত্তা নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। রেলের অফিসার র অভিযোগ করেছে বন্দে ভারত চালু হল।ঝকঝকে অভিজাত ট্রেন কিন্তু লাইন কোথায়?,ভাঙ্গা চরা b মান্ধাতা কালের লাইন দিয়েই তো প্রধানমন্ত্রীর স্বপ্নের ট্রেন ছুটবে। সিঙ্গল লাইন দিতে শত শত ট্রেন চালানো হচ্ছে। ভার নিতে পারছে না। রাজনৈতিক মুনাফা লাভের লক্ষ্যে নতুন নতুন ট্রেন চালু করা হয়েছে। আপ মেন লাইনে সিগনাল গিয়েও পয়েন্টের মুখ লুপ লাইনের দিকে। প্রযুক্তির ভুল না সিগনালিং a হস্তক্ষেপ হয়েছে না কোনো ষড়যন্ত্র ।সিবিআই তদন্ত হবে তবে অবশ্যই কবে শুরু হবে.। মূল অপরাধীকে আড়াল করতে এই তদন্ত হবে না তো। সিবিআই মূল অপরাধীকে ছার দিয়ে নিম্ন স্তরের কয়েকজন কর্মচারীকে বলির পাঁঠা করবে না তো?এই সব প্রশ্ন ঘুরপাক করছে। রেল মানুষের খুব সেবা করলো বিনা ফ্রিজারে মর্গে পড়ে থাকা গলা পচা দেহগুলি কে নিজের নিজের বাড়িতে পৌঁছিয়ে দেবার ব্যবস্থা করবে তো রেল?একটাই ভালো খবর ট্রেনের চালক সহকারী চালক বেঁচে আছেন।
কোন মন্তব্য নেই