Header Ads

সিগনাল বিভ্রাট এর ফলেই রেল দুর্ঘটনা বলছে রেলের প্রাথমিক রিপোর্ট, সিবি আই তদন্তের সুপারিশ



অমল গুপ্ত ,কলকাতা:রেলের দাবি অত্যাধুনিক প্রযুক্তির  এল  এইচ বির  যা "কবচ"  বলে পরিচিত তার মাধ্যমে দেশের সেরা ট্রেন কর মণ্ডল    চেন্নাই   যেতে গিয়ে এই  শতাব্দীর ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার  কবলে পড়ে। শুক্রবারের সন্ধ্যার সময় তিনটি ট্রেনে  সংঘর্ষ হলে ৩০০জনের বেশি নিহত হন।হাজারের বেশি আহত হওয়ার খবর এসেছে। তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ রেল কর্তাদের এক গোপন  কথা বার্তার ভিডিও দিয়েছেন।তাতে দুই রেল   অফিসার বলছেন সিগনাল ছিল মেন লাইনের কিন্তু পয়েন্ট দেওয়া ছিল লুপ লাইনের  যে লাইনে মাল গাড়িটি চলছিল। অভিশপ্ত ট্রেনের চালক পর পর সবুজ সিগনাল পার হয়ে যেতে গিয়ে  দেখেন লুপ লাইনের  পয়েন্ট  দেওয়া আছে।১২৭,কিলোমিটার বেগে  ছুটে চলা  ট্রেনটিকে নিয়ন্ত্রণে আনা যায় নি।প্রচণ্ড গতিতে পাশের মালগাড়ি র মাথাতে চড়ে বসে  চালক ও বেঁচে নেই বলে বলা হচ্ছে। রেল সেফটি কমিশনারের তত্ত্বাবধানে  তদন্তের  আদেশ দিয়েছে রেল।  নিরপেক্ষ ভাবে তদন্ত হবে কি ? প্রকৃত দোষীদের শাস্তি হবে কি?  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন  তার সময়ে চালু "অ্যান্টি কলিশন ডিভাইস " ব্যবহার করা হলে  দুর্ঘটনা হত না। রেল মন্ত্রী  বলেন এই দুর্ঘটনার সঙ্গে এই ডিভাইস এর সম্পর্ক নেই।    এই ট্রেনে  kaboch ব্যবহার  করা হইনি.  কেন্দ্রের টাকা নেই তাই  bonde  ভারত  ট্রেনে   আধুনিক    kaboch ব্যবহার  করা হয় নি  বলে  অভিযোগ..রেল বোর্ড   সিবিআই  তদন্ত র সুপারিশ  করেছে.  রেল মন্ত্রী আজ   তা জানান।  বিভিন্ন সূত্রে প্রকাশ এখনো 160,জন মৃতদেহ   পরিচয়  পাওয়া যায় নি। বহু নিখোঁজ সন্ধান পাওয়া যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.