Header Ads

জিরো পয়েন্ট পত্রিকার সম্পাদকের জন্মদিন

সশ্রদ্ধায় পালিত হলো 'জিরো পয়েন্ট' পত্রিকার সম্পাদক মরহুম সেখ আনসার আলীর ৬৩ তম জন্মজয়ন্তী 

সেখ আব্দুল মান্নান,মেমারি: গত ১ জুন ২০২৩ সন্ধ্যায় পাক্ষিক জিরো পয়েন্ট সংবাদ পত্রের মাসিক সাহিত্য আড্ডায় সশ্রদ্ধায় উদযাপিত হলো পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম সেখ আনসার আলীর ৬৩ তম জন্মজয়ন্তী। মেমারি বামুনপাড়া মোর স্থিত পত্রিকার কার্যালয়ে আয়োজিত পত্রিকার ২৩৯ তম সাহিত্য আড্ডায় কয়েকজন কবি সাহিত্যিক ও হিতাকাঙ্খী সংবাদ, সাহিত্য, সংস্কৃতি চর্চায় আনসার আলীর অনবদ্য অবদান সম্পর্কে আলোচনা করেন। স্থানীয় বিশিষ্ট শিক্ষক ও সাহিত্য মনস্ক ব্যক্তি কমলেশ মন্ডলের সঞ্চালনায় ওই ভাবগম্ভীর অনুষ্ঠানে মরহুম আনসার আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান,কবিতা, আবৃত্তি পরিবেশন করে ক্রমে ছোট্ট আকিফা আলী, 'কলমের মুখ, পত্রিকার সম্পাদক পার্থ সখা অধিকারী, চিত্র সাংবাদিক নূর আহমেদ, কবি তন্দ্রা বসু, সুফি রফিক উল ইসলাম, উদয় দালাল, বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলী, আনিকা সেখ, আনিসা তানবীর আহমেদ, অয়ন রসুল, আনসার পত্নী বিশিষ্ট কবি তথা সাহিত্য আড্ডার সম্পাদক আঞ্জু মনোয়ারা আনসারী, আনসার পুত্র 'জিরো পয়েন্ট'পত্রিকার বর্তমান সম্পাদক সেখ আনোয়ার আলী আনসারী।
     এদিন মরহুম আনসার আলীর একক প্রচেষ্টায় বিগত ৩৩ বছর যাবৎ পত্রিকা প্রকাশের সাথে সাথে  ২০০৪ সাল থেকে সগৌরব নজরুল উৎসব উদযাপন করে আসার বিষয়ে বিস্তারিত আলোচিত হয়। উল্লেখ্য প্রতিবছর ওই উৎসব অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অনেক গুণী জনকে 'নজরুল সম্মাননায়' সংবর্ধিত করেছেন। এমনকি জিরে পয়েন্ট পাবলিকেশন্সের তরফে সমাজের অনেক দুঃস্থ সাহিত্যিকের গ্রন্থ প্রকাশও করেছেন। যাদের নিজের টাকায় গ্রন্থ প্রকাশের সংগতি ছিল না। আড্ডায় পত্রিকা সম্পাদকের বক্তব্যে আনোয়ার আলী আনসারী আশা ব্যক্ত করেন যে সবার আন্তরিক সহযোগিতায় তিনিও নজরুল উৎসব উদযাপন করবেন। সেইসঙ্গে প্রতি বছর পিতার জন্মদিনটি সমাজের কোনো সেবামূলক কাজের মধ্যে দিয়ে উদযাপন করার ইচ্ছা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.