জ্ঞ্যানসরি এক্সপ্রেস স্মৃতি উস্কে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে তিন শতাধিক নিহত হাজারের বেশি আহত ,প্রধানমন্ত্রী আসছে
অমল গুপ্ত, কলকাতা : উড়িষ্যার বালেস্বর থেকে ২০কিলোমিটার দূরে বাহানগবাজার স্টেশনের কাছে ব্যাঙ্গালোর গামী করমান্ডল এক্সপেস , হাম সফর যশোবন্ত পুর এক্সপ্রেস ও এক মাল গাড়ি এই তিনটি ট্রেন পাশাপাশি সংঘর্ষে তিনশোর বেশি নিহত হাজারের বেশি আহত হয়েছে। সেনা বাহিনী, বায়ু সেনা ,ড্রোন ,এন ডি এফ্ , স্নিপার ডগ সঙ্গে হেলিকপ্টার গতকাল সন্ধ্যা থেকে উদ্ধার কাজ চালাচ্ছে। করোমান্ডল এক্সপ্রেস সহ ১৭,টি বগি লাইন টপকে পড়েছে। কারমান্ডল এক্সপ্রেস এর ইঞ্জিন মালগাড়ি র মাথায় উঠে গেছে। অoধিকাংশ যাত্রী দক্ষিণ ভারতে চিকিৎসার জন্যে অভিশপ্ত ট্রেনে চড়ে ছিলেন। বাংলা দেশের বহু যাত্রী ছিলেন। সরকারি সূত্রে ,290 :জন মারা গেছে। কিন্তু মৃত্যু মিছিল কোথায় থামবে ?কতজনের মৃত্যু হবে।কাছে ভিতের হাসপাতালগুলিতে উপচে পড়েছে আহতরা, ট্রেনটি দুমড়ে মুচড়ে গেছে। মৃতদের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলছে বলে উদ্ধার কর্মীরা জানান। দুর্ঘটনার অভিঘাতে তীব্রতা এত বেশি ছিল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।১২০ গতি বেগে করো মণ্ডল আর হামসফর ১০০কিলো মিটার বেগে ছুট ছিল।প্রধানমন্ত্রী রেল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উদ্ধাকর্মীদের পাঠিয়েছেন। বন্দে ভারত নিয়ে উচ্ছাস উৎসাহে ভাটা পড়লো।রেল মন্ত্রক ১০,লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।রেলমন্ত্রী সকাল ৮টা নাগাদ ঘটনাস্থলে যান। মমতা ,রাহুল গান্ধী টুইট করে শোক প্রকাশ করেছেন। একটার পর একটা অভিজাত ট্রেন বন্দে ভারত ছুটছে। কিন্তু ট্রেন লাইনের চিত্র সুখকর নয়। উত্তরপূর্ব রেলের বহু সেতু দুর্বল বহু পুরানো লাইন দিয়ে জোর করে ঝুঁকি নিয়ে ট্রেন চালানো হচ্ছে বলে রেলওয়ে সূত্র উদ্বেগ প্রকাশ করেছে। সিঙ্গল লাইন এর ক্ষমতা থেকে বেশি ওজনের ট্রেন চলছে প্রায় সারা দেশে। রেল স্টেশন গুলি ঝকঝকে হলেও রেল লাইন এর দূরবস্থা চলছে। একটি করে বড় দুর্ঘটনা ঘটবে তারপর সুরক্ষা নিয়ে পর্যালোচনা চলবেই। রেল মন্ত্রক নিজস্ব বাজেট তুলে দেওয়া হয়েছে।গুরুত্ত কমিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম রেল নিয়ে সরকার চিন্তিত কিনা ।দক্ষিণ পূর্ব রেলের .৪২,টি ট্রেন বাতিল করা হয়েছে।।,:মালগাড়ি তে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল।সেই বগিতেও এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এখন বেলা ৯,৩০পর্যন্ত গ্যাস কাঁটার দিয়ে বগি কেটে মৃতদেহ উদ্ধার চলছে।শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ এই দুর্ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রায় দু হাজার সেনা ১০০অ্যাম্বুলেন্স ৫০ বাস উদ্ধার কাজে নেমেছে। 39 টি ট্রেনের সময় সূচি বদল করা হয়েছে।রুট চেঞ্জ করা হয়েছে. । সংঘর্ষে তীব্রতা ছিল চরম অনেক জায়গায় রেল লাইন উপরে গেছে।যা আগে দেখা যায় নি।চেন্নাই যাওয়া কর মণ্ডল এক্সপ্রেস এর সঙ্গে হাওড়া আসা হাম সফর এক্সপ্রেস এর মুখোমুখি সংঘর্ষ হলে। করো মণ্ডল এর ইঞ্জিন পাশে থাকা মল গাড়ির উপর চেপে বসে।যা চিন্তার বাইরে। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এসেছে. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুরে পৌঁছবে। প্রাক্তন রেল মন্ত্রী তথা. সংসদ অধীর চৌধুরী অভিযোগ করেন bullet ট্রেন bonde ভারত নামে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে আর সাধারণ কোটি কোটি মানুষ সাধারণ ট্রেনে. আসা যাওয়া করে তাদের নিরাপদ যাত্রা খরচ করা হয় না। মমতা অভিযোগ করেন রেলের কাজে. পারস্পরিক যোগাযোগ নেই. তার সময়ের অ্যান্টি ডিভাইস সিস্টেম ছিল না। কেন্দ্রীয় সরকার উচ্চ level তদন্ত কমিটি গঠন করেছে. .মমতা ক্ষতি পূরণ হিসাবে রাজ্যের মৃত্যু হাওয়া মানুষ দের. 5 লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেন., , .সারি সারি মৃতদেহ রাখা হয়েছে ambulance না নিয়ে গিয়ে Lori করে নিয়ে যাওয়ায় হচ্ছে বলে অভিযোগ উঠেছে. বিকালে প্রধানমন্ত্রী বায়ু সেনা র HELIKOPTAR. থেকে নামেন। ধংস স্থান ঘুরে যান.। স্থানীয় স্কুলে সারি সারি মৃতদেহ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ,প্রধানমন্ত্রী। 'আজ অসমে kokrajhar রেল স্টেশন a এক ট্রেনের kapling ভেঙে গেলে ট্রেন ছেড়ে ইঞ্জিন টি 500 মিটার দূরে চলে যায়. পড়ে খবর হলে ফিরে আসে... ।
।।
!a
কোন মন্তব্য নেই