Header Ads

মিজোরামে বসবাসকারী সব জনগোষ্ঠীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ঐক্যমঞ্চের

নয়া ঠাহর,শিলচর
আজ শিলচরের মিজোরাম সার্কিট হাউসের সামনে বরাক উপত্যকা সরকারি ঐক্যমঞ্চের পক্ষ থেকে ধর্ণা প্রদর্শন করে মিজোরামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র মিজোরাম সরকারের ডিপুটি রেসিডেন্ড অফিসার মারফত প্রেরণ করা হয়। স্মারকপত্রে স্বাক্ষর করেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূঁইয়া, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেব লস্কর, ফুড গ্রেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী, আমরা বাঙালির সাধন পুরকায়স্হ, 'আকসা'র উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত, ১৯ শে মে উদযাপন কমিটির সভাপতি নিশা শর্মা ও কার্যকরী সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, ইয়াসি'র সভাপতি সঞ্জীব রায়, শিলচর নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক প্রাক্তন পৌরকমিশনার অতনু ভট্টাচার্য, শিলচর গুডস কেরিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ, সি আর পি সি'র সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হাই লস্কর, মৈথি চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক ওক্রাম লক্ষীকান্ত সিং, হিউম্যানিটি ফাউন্ডেশন এর মিলন উদ্দিন লস্কর, বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত, পি পি টি ওয়াই এফ এর মৃন্ময় কুমার নাথ, কাছাড় হিন্দি ভাষী ছাত্র পরিষদের দিলীপ সিং, বেরেঙ্গা জিপি'র প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার, বেঙ্গলী ছাত্র যুব সমাজের সভাপতি পান্না রায়, সি আর পি সি'র কিশোর কুমার ভট্টাচার্য, এম এম ডি সি'র সম্পাদক পুলক সোম, ইআলালুপ এনজিও'র সম্পাদক শ্যামাকান্ত সিংহ, দক্ষিণ শিলচর যুব সমিতির সম্পাদক আশীষ আচার্য, রবীন শর্মা, মতিলাল সিংহ, মৈথি চেম্বার অফ কমার্সের সভাপতি কে উমেনেন্দ্র সিংহ, রাজেশ কুমার সিনহা প্রমুখ। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে
মিজোরামে দীর্ঘ বছর ধরে বরাক উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলের যে সব নাগরিক ক্ষুদ্র ব্যবসা করে জীবন নির্বাহ করেন তাদেরকে কিছু দিন পূর্বে সে রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদী সংগঠন ওয়াই এম এ এবং এম জেড পি'র হুমকির সম্মুখীন হয়ে দোকান পাট বন্ধ করে চলে আসতে হয়েছিল এবং এধরনের ঘটনা প্রায়ই ঘটে। তারা এও বলেন যে মিজোরামের জনগণের ভাষা, সংস্কৃতির প্রতি বরাক উপত্যকার জনগণ শ্রদ্ধাশীল। তারা শান্তিপূৰ্ণভাবে বসবাসে বিশ্বাসী কিন্তু দুষ্কৃতীকারীদের এধরনের আচরণ জনগণের ঐক্যের পরিপন্থী। তাই মিজোরাম সরকার সে রাজ্যে বসবাসকারী সমতল এলাকার জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্মারকপত্র মিজোরাম হাউসের সামনে এসে ডিপুটি রেসিডেন্ড কমিশনার গ্রহণ করেন এবং তিনি স্মারকপত্র গুরুত্বের সাথে মিজোরামের মুখ্যমন্ত্রীর নিকট পাঠিয়ে দেন। ধর্ণা প্রদর্শন কালে বক্তব্য রাখেন সাধন পুরকায়স্হ, আতাউর রহমান মাঝারভূঁইয়া, সঞ্জীব রায় প্রমুখ। তারা ভবিষ্যতে এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে মিজোরাম সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা গ্ৰহণের জোরালো দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.