অসমের উপজাতি ব্লকে তপশীল ভুক্ত বাঙালি হিন্দুদের জমি দেওয়া হবে আশ্বাস মুখ্য মন্ত্রীর
নয়া ঠাহর, কলকাতা:অসম সরকার ট্রাইবাল বেল্টে বাংলাদেশ থেকে আসা বাঙালি তপ তপশিল ভূক্ত হিন্দুদের জমি দেবে।তবে ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের বাঙালি হিন্দুদের অনুমতি দেওয়া হবে না। শিলাপথারে বাঙালি যুব ছাত্র ফেডারেশন এর অধিবেশনে মুখ্য মন্ত্রী এই আশ্বাস দেন।তিনি বাংলাদেশ থেকে আগত বাঙালি হিন্দুদের প্রতি অন্যায় আচরণ না করার আহ্বান জানান। বলেন ,এই বাঙালি দের উজ্জ্বল অতীত ইতিহাস আছে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। এই প্রতিবেদক তিন দশক থেকে বাঙালি যুব ফেডারেশন এর কাজ কর্ম দেখে আসছেন। যে কোনো সম্মিলন এ মুখ্যমন্ত্রীর মত রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ করে আনেন। হাতে কিছু চলে আসে। হিতেশ্বর সাইকিয়া কোন আমন্ত্রণ গ্রহণ না করে ফেডারেশন সদস্য দের সরকারি আবাসে ডেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে , Delhi যাবার ফ্রী টিকিট দিয়ে দিতেন। মহাখুশি হয়ে সদস্যরা Delhi গিয়ে ততাকথিত এক আবেদন পত্র কাউকে দিয়ে লিখিয়ে অসম ফিরে এসে সংবাদিক সম্মলনে করে দাবি করতেন অমুক কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন বাঙালিদের সব সমস্যা সমাধান করে দেবেন। কিছু টাকা হল সফর করাও হল। কি মজা কি মজা। এই ভাবেই বাঙালি দের নেতারা নানা আশ্বাস দিচ্ছেন। । ট্রাইবাল বেল্টে জমি পাওয়া সোজা কথা নয়। আনেক বাধা আসবে। ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধান মন্ত্রী তার কি হল। ১৯ লাখ এর মধ্যে বাঙালি হিন্দুদের নাম হবে প্রায় ১২,১৪লাখ তাদের অনিশ্চিত জীবন। কি আশ্বাস পেলেন ফেডারেশন নেতারা। এই বাঙালিরা সব ভোট বিজেপি কে দিয়েছিল।তার কি প্রতিদান পাচ্ছে। বরাকের নেতা প্রদীপ দত্ত রায় বলেন হিতেস্বর এর সময় অসমে ৮০ জন বাঙালি অফিসার ছিলেন মুখ্য সচিব ছিলেন বাঙালি।এখন ৫শতাংশ বাঙালি নেই।
কোন মন্তব্য নেই