5 জুন বিশ্ব পরিবেশ দিবসের কথা বললে গায়ে গরম লাগছে
অমল গুপ্ত কলকাতা :আজ 2 জুন বিশ্ব পরিবেশ দিবসের তিন দিনের আগে কথা বললে গরমে l p মানুষ কাবু মরে যাচ্ছে। 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস গরমে কলকাতা কাবু . রাজস্থানের মরু শহরের বাসিন্দা জয়পুর এর অনিল রায়,. জয়পুর ও পাকিস্তানী সীমান্ত jodhpur এর বাসিন্দা মিলন সেন গুপ্ত আজ 9 তা telephone জানান গত 10 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে মরু শহরে,. Joysolmir এ মরু শহরের সোনালী বালি বৃষ্টির জলে ভাসছে. আর আমাদের বাংলা 37, 40 ডিগ্রি গরমে মরে যাচ্ছে। কিছুদিন আগে জয়পুর jodhpur দুই মরু শহরে গিয়েছিলাম জয়পুর থেকে ট্রেন360 কিলোমিটার jodhpur গেলাম l দুই পাশে babla গাছের সবুজ মরু ভূমি প্রায় ঢাকা পড়ে গেছে। পাঞ্জাব এর ব্যাস নদীর জল বিশাল বিশাল পাইপ যোগে jodhpur শহরের কিনারে এক জলাধার এ জমা হচ্ছে তা শহরের নানা প্রান্ত পৌঁছেছে।এই babla গাছ বৃদ্ধির জন্যে রীতিমত গবেষণা করছে রাজস্থানের সরকার। এই গাছের হলুদ রংয়ের ফুল তা থেকে 13,14 রকম রোগ ভালো হয়.।জয়পুর থেকে যেতে আগে নীল গাই হরিণ দেখেছিলাম দলে দলে। এবার কয়েকটি পেলাম সব সবুজে আবৃত। ওখানে সবাই গাছ লাগাই। হিমাচল রাজ্যের সুন্দর লাল এর মত গাছ কে পূজা করে. আর বাংলা , অসমে শুধুই গাছ কাটে । কলকাতার মানুষ বিরিয়ানি দোকানে লাইন দেই. পরিবেশ নিয়ে চিন্তার সময়ে নেই। তিন চার মহাদেশ কে নিয়ে আমাজন বৃষ্টি মেঘ ভরা জঙ্গল. ভারতের থেকেও বড়. বিশ্বের অক্সিজেন প্রায় 50 শতাংশ দিচ্ছে।ভারতের oxigener অভিভাবক স্বরূপ। সেই আমাজন শেষের পথে প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলছে ,প্রতি মানুষ .একটি করে গাছ লাগিয়ে বিশ্ব কে আরো কিছুদিন ধরে রাখা যেতে পারে.. একটি গাছ অক্সিজেন উৎপাদন করে মাটি কে ভিজিয়ে দেই ভিজে মাটিতে ঘাস জন্ম হয়। পৃথিবী ঠান্ডা হয় সুস্থ বাতাস বইতে শুরু করে. মানুষ শ্বাস নিতে কষ্ট অনুভব করেনা।গাছ অক্সিজেন উৎপাদন জলের সৃষ্টি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারে।প্রতিদিন জঙ্গল পাহাড় নদ নদী ধংস হচ্ছে l ফলে উষ্ণতা বৃদ্ধি পারছে। (ছবি দ্বীপ জ্যোতি রাভা)
কোন মন্তব্য নেই